‘অনন্ত জলিলকে আপনারা মে’রে ফে’লেছেন’

১০০ কোটি নয় ‘দিন: দ্য ডে’র বাজেট ৪ কোটি ৭৪ লাখ; ইরানি নির্মাতা ও এই সিনেমার সহপ্রযোজক মোর্তেজা অতাশ জমজমের এমন তথ্যে তী’ব্র স’মালোচনার মুখে প’ড়েন অনন্ত জলিল। অবশেষে তিনি মুখ খুলেছেন। শনিবার (২৭ আগস্ট)

‘দিন: দ্য ডে’র বাজেট বি’তর্ক ও ইরানি নির্মাতা মোর্তেজা অতাশ জমজমের বেশ কিছু অ’ভিযো’গের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছেন অনন্ত জলিল। লিখিত বিবৃতির পাশাপাশি দেশের মানুষের প্রতি ক্ষো’ভ প্রকাশ করেছেন এ নায়ক। অনন্ত জলিলের ক্ষো’ভ

প্রকাশের অংশটুকু তুলে ধ’রা হলো- কিছুদিন ধরে সো’শ্যাল মি’ডিয়াতে ‘দিন: দ্য ডে’র বাজেট নিয়ে বেশ আ’লোচনা হচ্ছে। মিস্টার মোর্তেজা অতাশ জমজম বাংলায় একটি এগ্রিমেন্ট পোস্ট করেন। যাতে দেখানো হয়েছে, তাকে আমার ৪-৫ লাখ ডলার

দেওয়ার কথা; তা থেকেই আপনারা নিউজ করে যাচ্ছেন মুভিটির বাজেট ৪ কোটি টাকা। আপনাদের কোনো যাচাইয়ের সময় নেই। কে কতটুকু আলোচনা-স’মালোচনা করতে পারেন, সেটা নিয়ে প্রতিযোগিতা লেগে গেছে। এ কারণেই আমি কয়েকদিন চু’প

ছিলাম। আসলে দেশের জন্য আমার এতকিছু করার কারণটাই কি? যে কোনো জায়গায় দু’র্যোগ হলে অনন্ত জলিল ঝাঁ’পিয়ে পড়ে। একটা গ’রিব মানুষের জন্য অনন্ত জলিল ঝাঁ’পিয়ে পড়বে। মানুষের সহযোগিতায় ঝাঁ’পিয়ে পড়বে। কিন্তু বাংলাদেশে

আমার জন্য কে ঝাঁ’পিয়ে পড়লো? আমি একটা ফ্যান ক্লাব করেছি। যাদেরকে ঈদের সময় ২৫ লাখ টাকা দিয়েছি। কিছুদিন আগে সিলেটেও ৩০ লাখ টাকা দিয়ে সাহায্য করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব’ন্যার্তদের জন্য ৫ লাখ টাকা দিয়েছি। এই কয়েকদিন আমি চু’প ছিলাম, দেখছিলাম তারা কি আমার জন্য কোন আ’ন্দোলন করেন কিনা। কিন্তু তেমন কিছুই হয়নি। আপনারা আমাকে

সিনেমার স্টারই বানিয়ে দিলেন। ব্যক্তি অনন্ত জলিল যে একজন ভালো মানুষ সেটা আপনারা অনুভব করেননি। আজ থেকে আমাকে আমার পরিবর্তন করতে হবে। আমার বাসায় প্রতিদিন ১০-১৫ জন লোক সাহায্যের জন্য এসে দাঁড়িয়ে থাকে। সেটা

আপনাদের কখনোই দেখাই না। এই যে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আমার মনে হয় সেটা আমার ভু’ল হচ্ছে। দেশের মানুষকে সাহায্য করার জন্য আমি কোন জায়গায় না ছুটে যাই। ক’রোনার সময়েও আমার ভ’য় ছিলো না। আমি বিভিন্ন

এলাকায়, ব’স্তিতে, বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছি। কখনো চিন্তা করি নাই, আমি ম’রে যাবো কিনা! হায়াত না থাকলে ম’রে যাবো। আমি চিন্তা করেছি, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে, ততোটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়াবো। এতদিন যা করেছি, ভু’ল করেছি।

আপনারা আমাকে ব’দলে দিয়েছেন। এখন থেকে আমিও অন্যান্য সেলিব্রিটির মতো থাকার চেষ্টা করবো। অনন্ত জলিলকে আপনারা মে’রে ফেলেছেন এবার। আমার চোখ খুলে দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *