অবসর নেব কিনা জানতে চেয়েছিল বাবর, শোয়েব মালিকের বিস্ফোরক দাবি
সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে পাকিস্তান দলকে। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ২৩ রানে হেরেছে ফাইনালে। এই হারের ফলে এমনিতেই চাপে রয়েছে জাতীয় দল। আর এমন আবহেই পাকিস্তান ক্রিকেটে ফের বোমা ফাটালেন তাদের অলরাউন্ডার শোয়েব মালিক। তাঁর বিস্ফোরক দাবি বর্তমান অধিনায়ক বাবর আজম নাকি ২০২১ টি-২০
বিশ্বকাপ শেষ হওয়ার পরেই শোয়েব মালিককে প্রশ্ন করেছিলেন তিনি অবসর নিতে চান কিনা! প্রসঙ্গত এশিয়া কাপের ফাইনালে হারের পরেই প্রশ্ন ওঠে স্কোয়াডে না থাকা দুই ব্যাটার শান মাসুদ এবং শোয়েব মালিককে নিয়ে। বিশেষ করে মালিকের
আন্তর্জাতিক ক্রিকেটে বিপুল অভিজ্ঞতার ভান্ডার রয়েছে। তা থাকা সত্ত্বেও তার বাদ পড়া নিয়ে জোর চর্চা চলছে। অবসর নিয়ে বাবরের সঙ্গে তাঁর কথা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে এক ভিডিয়োতে মালিককে বলতে শোনা যায় ‘হ্যা বাবরের সঙ্গে আমার
কথা হয়েছে। ও আমাকে জিজ্ঞাসা করেছিল আমি অবসর নিতে চাই কিনা। ২০২১ টি-২০ বিশ্বকাপের সময়তেই ঘটেছিল ঘটনাটি। দেখুন এই বিষয়টি নিয়ে স্পষ্ট আলোচনা হওয়াটাই কাম্য। সবার জানা উচিত আমি কি চাই। আমি দীর্ঘ সময় ধরে
ক্রিকেটটা খেলেছি। মনে করি এইটুকু আমার প্রাপ্য। বোর্ড কি চায় সেই বিষয়টায় স্বচ্ছতা থাকা উচিত। খেলোয়াড় কি চাইছে সেটাও জানা উচিত।’ তিনি আরও যোগ করে বলেন, ‘বাবর আমাকে জিজ্ঞাসা করেছিল (অবসর নেব কিনা)। আমি বাবরকে
জানিয়ে দিই। পরিস্থিতি বিচার করে এবং যা সাম্প্রতিককালে আমার সঙ্গে ঘটেছে তা বিচার করে আমি আর খেলতে চাই না। যদি তোমার আমার ফিটনেস নিয়ে কোন প্রশ্ন থাকে বা আমি দলের বোঝা হচ্ছি কিনা সেই নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে আমি বলব
না। তুমি (বাবর) তো আমার ফিটনেস জানোই। যদি তুমি চাও আমি খেলি আমি সবসময় পাকিস্তানের হয়ে খেলার জন্য প্রস্তুত।’ মালিক জানান এরপর তিনি ও বাবর মিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন, ‘যদি তুমি চাও আমাকে নির্দিষ্ট ম্যাচ বা সিরিজে খেলাতে
তাহলে আমি চাই সেটা তুমিই আমাকে জানাবে। যদি তুমি মনে কর আমি দীর্ঘ সময় খেলতে পারব আমি সবসময় প্রস্তুত রয়েছি খেলার জন্য।’ উত্তরে বাবর জানিয়েছিল, ‘ঠিক আছে,তুমি খেলবে।’ কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।