অবিশ্বাস্য হলেও এটাই সত্য! আসন্ন বিশ্বকাপে আরও ভয়ংকর দল হয়ে ফিরবে আফগানিস্থান!
আফগানিস্তানের এবারের এশিয়া কাপ যাত্রার ইতি ঘটেছে সুপার ফোরে। দাপটের সাথে গ্রুপ পর্ব পার হলেও রশিদ-নবীরা সুপার ফোরে একটি ম্যাচও জিততে পারেননি। তবে দেশবাসীকে বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন
দলটির অধিনায়ক মোহাম্মদ নবী। গ্রুপ পর্বে আফগানিস্তান ছিল ‘বি’ গ্রুপে, যে গ্রুপকে আখ্যা দেওয়া হয়েছিল গ্রুপ অব ডেথ হিসেবে। ‘বি’ গ্রুপে আফগানদের সঙ্গী ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই প্রতিপক্ষের বিরুদ্ধেই নবীরা পেয়েছেন দাপুটে জয়। সে
সময় অনেকেই আফগানিস্তানের ফাইনাল খেলার, এমনকি কেউ কেউ শিরোপা জয়েরও সম্ভাবনা দেখছিলেন। তবে সুপার ফোরে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে লড়াই করে হার বরণ করা আফগানরা শেষ ম্যাচে ভারতের বিপক্ষে দাঁড়াতেই
পারেনি। ফলে সুপার ফোরে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিতে হয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের এই টুর্নামেন্ট থেকে। তবে আফগানিস্তানের লড়াকু ক্রিকেট কুড়িয়েছে গোটা বিশ্বের প্রশংসা। এশিয়া কাপ শেষে কিছু দিনের বিশ্রামে যাওয়ার আগে নবী
জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা আরও শক্তিশালী হয়ে ফিরবেন। দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এশিয়া কাপে আমাদের এবারের যাত্রার ইতি ঘটল। অধিনায়ক হিসেবে অনুধাবন করতে পারছি, আপনাদের আশানুরূপ
ফলাফল আমরা করতে পারিনি।’ ‘তবে প্রতিজ্ঞা করছি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং দেশবাসীর মুখে হাসি ফোটাব ইনশাআল্লাহ। সবাইকে সমর্থন ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।’- বলেন নবী।