আজ আ’ফগানিস্তানের বি’পক্ষে মাঠে নামলেই সাকিবের ‘সেঞ্চুরি’
দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি এশিয়া কাপে ‘সেঞ্চুরি’ করতে চলেছেন সাকিব আল হাসান। তবে সেটা ব্যাট হাতে নয় আন্তর্জাতিক
টি-টোয়েন্টিতে ম্যাচের সেঞ্চুরির পথে আছেন সাকিব। আর মাত্র একটি ম্যাচ খেললে ১০০টি ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন
টি-টোয়েন্টির এই টা’ইগার অধিনায়ক। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ৮টায় আফগানিস্তানের বি’পক্ষে ম্যাচ দিয়ে এশিয়া
কাপের মি’শন শুরু করবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এটি হবে সাকিবের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ। শুধু সাকিব আল
হাসান নয়, এশিয়া কাপের মধ্য দিয়ে ম্যাচের সেঞ্চুরি করেছেন ব্যাটিং সেনসেশন ভিরাট কোহলিও। এশিয়া কাপের সুপার ফোরে
উঠলে এই তালিকায় যোগ দিবে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী, ৯৭ ম্যাচ নিয়ে নবী গিয়েছেন এশিয়া কাপে। আন্তর্জাতিক
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১৪ জন ক্রিকেটার শতাধিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে বাংলাদেশের মাহমুদউল্লাহ খেলেছেন ১১৯ ম্যাচ এবং মুশফিকুর রহিম খেলেছেন ১০০ ম্যাচ।