আজ থেকে শুরু হচ্ছে লা লিগা
ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফ্রান্সের লিগ ওয়ান, জার্মার বুন্দেশলীগার আসর শুরু হয়েছে। বাকি ছিল স্প্যানিশ লা লিগা।
সেটাও শুরু হয়ে যাচ্ছে আজ থেকে।ওসাসুনা এবং সেভিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এবারের লা লিগার আসরের।
উদ্বোধনী দিনে একটি ম্যাচই হবে। ম্যাচটি হবে রাত ১টায়।আজকে একটি ম্যাচ হলেও একাধিক ম্যাচ হবে আগামীকাল। সেই
ম্যাচগুলোর মধ্যে রয়েছে জায়ান্ট বার্সালোনার ম্যাচটিও। তাদের শুরুটা হবে রায়ো ভালেকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে।এছাড়া
সেল্টা ভিগো-এস্পানিওল, ভিলারিয়াল-ভ্যালোদলিদের ম্যাচও রয়েছে আগামীকাল। একদিন পর মাঠে নামবে জায়ান্ট রিয়াল
মাদ্রিদ।