আধা কিলোমিটার কাগজে হাতে কোরআন লিখলেন কাশ্মিরি যুবক

কাশ্মিরের ২৭ বছরের মুস্তাফা ইবনে জামিল প্রায় আধা কিলোমিটার লম্বা কাগজে নিজ হাতে কোরআন লিখেছেন। এতে তার

সময় লেগেছে প্রায় সাত মাস। ভা’রতীয় গণমাধ্যম নিউজ১৮’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। জামিল বলেন, এত

বড় কাজের জন্য প্রয়োজনীয় উপাদান পাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। আমি কাশ্মিরে খুঁ’জেছিলাম পাইনি। তাই দিল্লিতে যেতে

হয়েছিল। কাজ শেষ করার পর আমি বাড়ি ফিরেছিলাম। তিনি আরও বলেন, আমার হাতের লেখার উন্নতির জন্য ক্যালিগ্রাফি চর্চা

শুরু করি। সেজন্য আমি অল্প অল্প করে কোরআনের আয়াত লেখা প্র্যাক্টিস করতাম। আর তখন থেকেই মাথায় আসে কোরআন

লেখার বিষয়টা। আমি প্রতিদিন ১৮ ঘণ্টা করে কোরআন লিখতাম। মোহাম্মদ কাশিম নামে একজন বলেন, এখানকার লোকজন

চিন্তাও করতে পারবে না কোরআন কীভাবে লেখা হয়েছে, তৈরি করা হয়েছে। এই লোকটি ইতিহাস গড়েছে। কাশ্মিরে ক্যালিগ্রাফি

হা’রিয়ে যাচ্ছিল। তবে জামিল তার কাজ দিয়ে অন্যদের উৎসাহ দিতে চান। ভবিষ্যতে এমন আরও কাজ করতে চান বলেও জানান জামিল।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *