আফগানিস্তানকে হা’রানোর বিশেষ উপায় বলে দিলেন মিরাজ

র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আফগানিস্তান। অভিজ্ঞতায়ও তাই। কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় আফগানিস্তানের ধারের কাছেও নেই বাংলাদেশ। বাংলাদেশ হা’রতে হা’রতে ক্লা’ন্ত। আফগানিস্তান এশিয়া কাপের মিশন শুরু করেছে শ্রীলঙ্কাকে উড়িয়ে।

ব্যাটিং বা বোলিং দুই বিভাগেই তারা ছিল অসাধারণ। শ্রীলঙ্কাকে ১০৫ রানে আ’টকে রাখার পর মোহাম্মদ নবীর দল ম্যাচ জিতেছে ৮ উইকেটে ৫৯ বল হাতে রেখে। নিশ্চিতভাবেই তারা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। ভ’য়ংকর এই দলটির বি’পক্ষেই মঙ্গলবার এশিয়া

কাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তাদের মাটিতে নামিয়ে আনার কাজটা সহজ হবে না। তবে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার বিশ্বাস মেহেদী হাসান মিরাজ বিশ্বাস করেন, দ’লগতভাবে ভালো খেললে বাংলাদেশ হারাতে পারবে যে কাউকে।

রোববার দুবাইয়ে অনুশীলনে নামার আগে গণমাধ্যমে মিরাজ বলেছেন, ‘আমরা অবশ্যই জিততে চাই, সবাই জিততে চায়। জিততে গেলে যেসব প্র’ক্রিয়া আছে, ব্যাটারদের রান করতে হবে, বোলারদের উইকেট নিতে হবে। কিভাবে একটা দল জিততে

পারে…সবাইকে একসাথে পারফর্ম করতে হবে।’ নিজেদের দলগত শ’ক্তির কথা মনে করিয়ে মিরাজ যোগ করেন, ‘বাংলাদেশ দল তখনই ভালো খেলে যখন আমরা একসাথে সবাই ভালো খেলি। এক/দুইজনের ব্যক্তি পারফরম্যান্স দিয়ে কখনো দলের ফল পক্ষে

আনা যায় না। বিশেষ করে এরকম টুর্নামেন্টে তো কখনোই না। এজন্য সবাইকেই ভালো খেলতে হবে এবং সবাইকে দ’লগতভাবে ভালো খেলতে হবে। এটা যদি করতে পারি আমরা অবশ্যই খুব ভালো ফল পাবো।’ বাংলাদেশের জয়ের পথে বড় বা’ধা হতে পারে

আফগানিস্তানের তিন স্পিনার। রশিদ খান, মুজিব উর রহমানের সঙ্গে মোহাম্মদ নবীর ঘূ’র্ণি। সঙ্গে দুই পেসার ফজল হক ফারুকি ও নাভীন উল হক তো রয়েছেন-ই। ব্যাটসম্যানদের জন্য কাজটা নি’র্দ্বিধায় কঠিন। মিরাজও মনে করেন, শারজাহতে যারা ভালো

ব্যাটিং করবে তাদেরই জয়ের সুযোগ বেশি থাকবে। তার ভাষ্য, ‘আমরা উইকেট থেকে যে সুবিধা পাবো ওরাও সেই সুবিধা পাবে।

কারণ, ওদেরও স্পিন এ্যাটাক ভালো, আমাদেরও স্পি’ন এ্যা’টাক ভালো। দেখতে হবে কারা ওই উইকেটে ভালো ব্যাটিং করছে।

যারা ভালো ব্যাটিং করবে তাদের পক্ষে ফল যাওয়ার সুযোগ বেশি থাকবে।’

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *