আমিরাত লিগে নয়, বিবিএলে ফিরছেন ওয়ার্নার
মোটা অঙ্কের অর্থের পেছনে ছুটে চলছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চাহিদা
তুঙ্গে। আগামী বছরের শুরুতে একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও সংযুক্ত আরব আমিরাতের আমিরাত
লিগ। বলা হচ্ছিল, বেশি টাকা পেয়ে নিজ দেশের লিগ বিবিএল না খেলে আমিরাত লিগে খেলতে যাচ্ছেন ওয়ার্নার। চুক্তিও
পাকাপাকি করে ফেলেছেন এই ওপেনার। তবে অস্ট্রেলিয়ান গণমাধ্যম ‘দ্য এজ’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার
পর ডেভিড ওয়ার্নার সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করে বিগ ব্যাশ লিগে তার প্রত্যাবর্তন নিশ্চিত করতে যাচ্ছেন। দ্য এজ তাদের
প্রতিবেদনে উল্লেখ করেছে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিসই করতে যাচ্ছেন। যা ২০১৩ সালের পর আবারও দলটির হয়ে খেলবেন
তিনি। প্রতিবেদনে বলা হয়েছে ওয়ার্নারের চুক্তির মূল্য হবে কমপক্ষে ৩ লাখ ৪০ হাজার ডলার; যা আসরে অংশ নেওয়া বিদেশি
খেলোয়াড়দের চুক্তির সমান অর্থ। দ্য এজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্নারসহ বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার চুক্তি
করতে যাচ্ছেন আমিরাত লিগে; যার মধ্যে ওয়ার্নারকে দেওয়ার কথা ছিল ৬ লাখ ৫০ হাজার ডলার। তবে শেষ পর্যন্ত বিদেশি লিগ
থেকে সরে দেশের লিগে অংশ নিতে যাচ্ছেন ওয়ার্নার। বলা হচ্ছে আগামী জানুয়ারির শুরুতে সিডনিতে দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে অস্ট্রেলিয়া তিনটি টেস্ট খেলার পর ওয়ার্নার বিবিএলে পাঁচটি ম্যাচ খেলবেন।