আর্সেনালের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে একটি রেকর্ড করল জেসুস

এই সামারেই ম্যানচেষ্টার সিটি দুজন আক্রমন ভাগের প্লেয়ার কিনেছে। তারা হচ্ছে হালান্ড এবং আলভারেজ। এই দুজনের জন্য

জায়গা তৈরি করতে অপ্রয়োজনীয় মনে করে গ্যাব্রিয়েল জেসুসকে বিক্রি করে সিটিজেনরা। সুযোগ পেয়ে তাকে কিনে

আর্সেনাল। ৪৫ মিলিয়ন ইউরো খরচ করে ব্রাজিলিয়ান এই তারকাকে কিনেছিল আর্সেনাল। তবে আর্সেনালে এসে একের পর

এক ম্যাচে গোল করেই যাচ্ছেন গ্যাব্রিয়েল জেসুস। প্রাক মৌসুমে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।

ফর্মটা অব্যাহত রাখলেন প্রিমিয়ার লিগেও।প্রথম ম্যাচে গোল না পেলেও আর্সেনালের আক্রমন ভাগে সবচেয়ে বেশি বি;পজ্জনক

ছিলেন তিনি। গতরাতে দ্বিতীয় ম্যাচে তো আর্সেনালের চারটি গোলের সবগুলোতেই জড়িত থাকলেন। জোড়া গোল করেছেন

জেসুস, সঙ্গে করেছেন জোড়া অ্যাসিস্ট। এই জোড়া গোল এবং জোড়া অ্যাসিস্টের মাধ্যমে একটি রেকর্ডও করেছেন। প্রিমিয়ার

লিগে হোম ম্যাচে অভিষেকেই জোড়া গোল করা আর্সেনালের প্রথম প্লেয়ার জেসুস। স্বাভাবিক ভাবেই জোড়া গোল এবং জোড়া অ্যাসিস্ট করা প্রথম প্লেয়ারও তিনিই।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *