ইমন, সাব্বির, নাসুম। আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে তিনটি পরিবর্তন

এশিয়া কাপে নিজেদের বাঁচা মরার ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে হলে

অবশ্যই আজকের ম্যাচে বাংলাদেশকে জয়লাভ করতেই হবে। পারফরম্যান্স বিবেচনায় এই মুহূর্তে দুই দল প্রায় সমান অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে অনেক এগিয়েই রয়েছে শ্রীলংকা। এখন পর্যন্ত দুই দলের মধ্যকার ১২ টি-টোয়েন্টি ম্যাচের

মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে মাত্র চারটি ম্যাচে অন্যদিকে শ্রীলঙ্কা জয় লাভ করেছে ৮ টি ম্যাচে। তাইতো লঙ্কারদের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে টাইগারদের। জানা গেছে আজ শ্রীলংকার বিপক্ষে ম্যাচের একাদশে

আসতে পারে একাধিক পরিবর্তন। বিশেষ করে ওপেন নাঈম শেখের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনকে। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভালো খেলতে পারেননি জাতীয় দলের দুই ওপেন এনামুল হক

বিজয় এবং মোঃ নাঈম শেখ। এনামুল হক বিজয় টিকে গেলেও বাদ যাচ্ছেন নাঈম। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে

অভিষেক হয় পারভেজ হোসেন ইমনের। তবে আজকের ম্যাচের একাদশে শুধু নাঈম শেখ একাই নন তার সাথে বাদ যেতে

পারেন একজন ফাস্ট বোলার। মোস্তাফিজ, তাসকিন অথবা সাইফউদ্দিন তিনজনের মধ্য থেকে যেকোনো একজনের পরিবর্তে

একাদশে খেলার সুযোগ রয়েছে স্পিনার নাসুম আহমেদের। এছাড়াও মিডিল অর্ডারে সাব্বির রহমানের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *