ইসলাম ও মহানবি (সা.)-কে ক’টূক্তি, পু’লিশ কনস্টেবল গ্রে’প্তার
ঢাকার নবাবগঞ্জে ইসলাম ধর্ম ও মহানবিকে (সা.) নিয়ে ক’টূক্তি করে ফেসবুকে কমেন্ট করার অ’ভিযোগে পুলিশ ক’নস্টেবল প্রীতম মণ্ডলকে গ্রে’প্তার করেছে ঢাকা জেলা গো’য়েন্দা পু’লিশ। ঢাকা জেলা গো’য়েন্দা পু’লিশের অতিরিক্ত পু’লিশ সুপার
মোবাশশিরা হাবীব খানের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতভর অ’ভিযান চালিয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি বাসা থেকে গ্রে’প্তার করে তাকে। অতিরিক্ত পু’লিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান গ্রে’প্তারের বিষয়টি
নিশ্চিত করে বলেন, বিষয়টি আ’লোচিত হওয়ায় ঢাকা জেলা পু’লিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে প্রীতমকে গ্রে’প্তারে কাজ শুরু করে গো’য়েন্দা পুলি’শ। গ্রে’প্তারের পর তাকে নবাবগঞ্জ থা’না পু’লিশের কাছে হস্তান্তর করা হয়। পু’লিশ সাত দিনের
রি’মান্ড আবেদন করে আ’সামীকে আ’দালতে পাঠিয়েছে। তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আ’ঘাত হা’নার অ’পরা’ধে অ’ভিযু’ক্ত পু’লিশ সদস্য প্রীতম ম’ণ্ডলকে সা’ময়িকভাবে ব’রাখা’স্ত করা হয়েছে। অ’ভিযু’ক্ত পুলিশ সদস্য প্রীতম নবাবগঞ্জ উ’পজে’লার শোল্লা গ্রামের বাসিন্দা। এ ঘ’টনায় অনেকটা উ’ত্তপ্ত হয় সাধারণ মানুষ। নবাবগঞ্জ উ’পজে’লা প্র’শাসন ও থা’না পু’লিশের
পদক্ষেপে পরিস্থিতি নি’য়ন্ত্রণে আ’ইনি ব্য’বস্থা গ্রহণ করা হয়। নবাবগঞ্জ থা’নায় অ’ভি’যুক্ত প্রীতম মণ্ডল ও আলোক সরকার কার্তিক নামে আরেকজনের বি’রুদ্ধে ফৌজদারি আ’ইনে মা’মলা করা দা’য়ের করা হয়েছে। এদিকে ইসলাম ও মহানবি (সা.)-কে
নিয়ে ক’টূক্তির প্রতিবাদে শুক্রবার নবাবগঞ্জের বিভিন্ন স্থানে মা’নবব’ন্ধন ও বি’ক্ষোভের ডাক দেয় সাধারণ মুসুল্লিরা। অপরদিকে উ’পজে’লা প্র’শাসনের পক্ষ থেকে সর্বস্তরের সাধারণ মানুষকে শা’ন্তিশৃ’ঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করে শুক্রবার সকালে
উ’পজে’লা প্র’শাসনের ফেসবুক আইডি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।