এক নজরে ড্রাফট শেষে টি-১০ লিগের ৮ দলের স্কোয়াড
বাংলা টাইগার্সে আছেন তিন বাংলাদেশি সাকিব-সোহান-মৃত্যুঞ্জয়, তাসকিন ডেকানে ও আবুধাবিতে মুস্তাফিজ সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে আবুধাবি টি-১০ লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট থেকে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দল
পেয়েছেন নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আইকন হিসেবে আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স। তারই সতীর্থ হয়েছেন নুরুল হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। এ দলে আছেন কলিন
মুনরো, বেন কাটিং ও এভিন লুইসের তারকা। তাসকিন আহমেদকে দলে নিয়েছে ডেকান গ্ল্যাডিয়েটর্স। এ দলের আইকন ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরান। এছাড়া আফগান স্পিনার মুজিব উর রহমান, ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল
ও নামিবিয়ার ডেভিড ভিজাকে দলে নিয়েছে তারা। বাংলাদেশের বামহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে টিম আবুধাবি। ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদও আছেন এ দলে। ফ্র্যাঞ্চাইজিটির আইকন ক্রিকেটার অস্ট্রেলিয়ার ক্রিস লিন।
দুই লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা যথাক্রমে নর্দার্ন ওয়ারিয়র্স এবং চেন্নাই ব্রেভসের আইকন ক্রিকেটার। কিরন পোলার্ডকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নেওয়া নিউইয়র্ক স্টড়াইকার্সের জার্সিতে খেলবেন ইয়ন মরগা, পল স্টার্লিং ও ওয়াহাব রিয়াজ। প্রোটিয়া ক্রিকেটার ডেভিড মিলার মাঠ মাতাবেন স্যাম্প আর্মির হয়ে। মিলারের সঙ্গে এ দলে দেখা
যাবে শিমরন হেটমেয়ার, মঈন আলী, ইব্রাহিম জাদরানকে। এক নজরে ৮ দলের স্কোয়াড বাংলা টাইগার্স: সাকিব আল হাসান (আইকন), মোহাম্মদ আমির, শ্রীশান্ত, এভিন লুইস, কলিন মুনরো, হযরতউল্লাহ জাজাই, জো ক্লার্ক, বেনি হাওয়েল, বেন
কাটিং,মাথিশা পাথিরানা, নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রোহান মুস্তাফা, চিরাগ সুরি, উমাইর আলি, ড্যান ক্রিশ্চিয়ান এবং জ্যাক বল। ডেকান গ্ল্যাডিয়েটর্স: নিকোলাস পুরান (আইকন), আন্দ্রে রাসেল, ডেভিড ভিজা, মুজিব উর রহমান, টম
কোহলার-ক্যাডমোর, লুক উড, জশ লিটল, ওডিন স্মিথ, উইল স্মিড, জাহির খান, কার্টিস ক্যাম্ফার, জাহুর খান, আদিল মালিক, সুলতান আহমেদ, জেসন রয়, তাসকিন আহমেদ। দিল্লী বুলস: ডোয়াইন ব্র্যাভো (আইকন), টিম ডেভিড, রহমানুল্লাহ গুরবাজ, রাইলি রুশো, ফজলহক ফারুকি, উইল জ্যাক, নাজিবুল্লাহ জাদরান, ডমিনিক ড্রেকস, রিচার্ড গ্লিসন, কিমো পল, মিচেল স্ট্যানলি,
সিরাজ আহমেদ, কারনাল জাহিদ, আয়ান খান, ইমাদ ওয়াসিম, জর্ডান কক্স। নর্দার্ন ওয়ারিয়র্স: ওয়ানিন্দু হাসারাঙ্গা (আইকন), শেরফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, অ্যাডাম লিথ, রিস টপলি, কেনার লুইস, ওয়েন পারনেল, ক্রিস গ্রিন, অ্যাডাম হোজ, রায়াদ এমরিট, গাস এটকিনসন, জুনায়েদ সিদ্দিক, উসমান খান, হামদান তাহির, দুশমান্থা চামিরা, মোহাম্মদ ইরফান, অভিমান্যু
মিঠুন। স্যাম্প আর্মি: ডেভিড মিলার (আইকন) আনরিখ নরকিয়া, শিমরন হেটমেয়ার, মঈন আলী, ডোয়াইন প্রেটোরিয়াস, জনসন চার্লস, চামিকা করুনারাত্নে, জর্জ গ্যারটন, জ্যাকোবাস পিয়েনার, আন্দ্রিস গৌস, ইব্রাহিম জাদরান, আহমেদ রাজা, কাশিফ দাউদ, বাসিল হামিদ, শেলডন কটরেল, করিম জানাত। নিউইয়র্ক স্ট্রাইকার্স: কিরন পোলার্ড (আইকন), ইয়ন মরগান,
আজম খান, পল স্টার্লিং, রোমারিও শেফার্ড, আন্দ্রে ফ্লেচার, ওয়াহাব রিয়াজ, জর্ডান থম্পসন, কেসরিক উইলিয়ামস, ইজহারুল হক নাভিদ, টম হার্টলি, মুহাম্মাদ ওয়াসিম, মুহাম্মাদ ফারুক, আকিল হোসেন, রভি রামপল, নাভ পাবরেজা। টিম আবুধাবি: ক্রিস লিন (আইকন), ফ্যাবিয়ান এলেন, ফিল সল্ট, আদিল রশিদ, নাভিন-উল-হক, টাইমাল মিলস, জেমস ভিন্স, জেমি ওভারটন,
ব্র্যান্ডন কিং, আমাদ বাট, দারভিশ রাসুল, আলিশান শারাফু, আলি আবিদ, ইথান ডি’সুজা, মুস্তাফিজুর রহমান, পিটার হ্যাজোগলউ। চেন্নাই ব্রেভস: দাসুন শানাকা (আইকন), মোহাম্মদ শেহজাদ, ভানুকা রাজাপাকসে, কার্লোস ব্র্যাথওয়েট, ওবেদ ম্যাকয়, মাহিস থিকশানা, ওলি স্টোন, বেন ডাকেট, স্যাম কুক, সিকান্দার রাজা, রস হুইটলি, কোব হার্ফট, কার্তিক মেইয়াপ্পান,
ভৃত্য অরবিন্দ, সাবির রাও, লরি ইভানস, জেমস ফুলার।