এখনও সাকিবের ওয়ালে ঝু’লছে বেটউইনারের বিজ্ঞাপন!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনড় অবস্থায় শেষ পর্যন্ত বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বা’তিল করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু সামাজিক মাধ্যম থেকে সংস্থাটির বিজ্ঞাপন সরিয়ে নেয়ার প্র’তিশ্রু’তি দিলেও, এখনও তার ভেরিফাইড
ফেসবুক পেজের ওয়ালে ঝু’লছে বেটউইনারের বিজ্ঞাপন।গত ২ আগস্ট বেটউইনার নিউজের সঙ্গে চু’ক্তিব’দ্ধ হয়েছিলেন সাকিব। ওই প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হন তিনি। এ খবর ফেসবুকে নিজেই জানিয়েছিলেন সাকিব। যে বিষয়টি মানতে পারেনি
দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি। কারণ বেটউইনার নিউজ হচ্ছে বেটউইনার ডটকমের অঙ্গপ্রতিষ্ঠান, যা অনলাইনে
জুয়া খেলার একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এখানেই আ”পত্তি বিসিবির।আর বাংলাদেশের আইনেও জু’য়া নি’ষি’দ্ধ। তাই এ জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা আছে, এমন কিছুর সঙ্গে চু’ক্তিব’দ্ধ হওয়াকে নী’তিবি’রুদ্ধ হিসেবে বিবেচনা করে বিসিবি।
গু’ঞ্জন আছে, বে’টউ’ইনার নিউজের সঙ্গে প্রায় ১০ কোটি টাকায় চু’ক্তি করেছিলেন সাকিব। সাকিবের চুক্তির ব্যাপারে বিসিবি
স’ভাপ’তি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার (১১ আগস্ট) হুঁ’শি’য়ারি দিয়ে বলেছিলেন, প্রতিষ্ঠানটির সঙ্গে চু’ক্তি বা’তিল না
করলে ক্যাপ্টেন্সি দূরে থাক, জাতীয় দলেই জায়গা হবে না তার।বোর্ডের অনড় অবস্থানে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে পিছু
হটেন মিস্টার সেভেন্টিফাইভ। চিঠিতে জানিয়ে দেন, বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসছেন তিনি। একটি সূত্রে জানা
গেছে, চিঠিতে সাকিব বেটউইনার নিউজের সঙ্গে সব স’ম্প’র্ক ছিন্ন করার পাশাপাশি, এ নিয়ে সা’মা’জিক যোগাযোগ মাধ্যমে
দেয়া পোস্টও সরিয়ে ফেলার প্র’তিশ্রু’তি দিয়েছেন। কিন্তু তার দেয়া প্র’তিশ্রু’তির কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও
(বৃহস্পতিবার ১১ আগস্ট রাত ১০টা ৫০ মিনিট) সাকিবের ভেরিফাইড ফেসবুক পেজের ওয়ালে ঝু’ল’ছে বে’টউ’ইনারের বিজ্ঞাপন।