এগারোয় নেমে দলের হয়ে সর্বোচ্চ রান করে ভাসছেন প্রশংসায়

কিংস্টনে কাল সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৯০ রানের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে স্বাগতিকদের স্কোরকার্ড দেখলে একটু অবাকই হতে হয়। দলের মোট ১১ জন খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ রান সবার শেষে নামা

ওবেদ ম্যাকয়ের! নিউজিল্যান্ডের ৫ উইকেটে ২১৫ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম ওভারের মধ্যে ২৮ রানে ফিরেছেন প্রথম পাঁচ ব্যাটসম্যান। শেষের দিকের ব্যাটসম্যানদের লড়াইয়ে তবু সংগ্রহটা কিছুটা ভদ্রস্থ

করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে রোমারিও শেফার্ড ও রোভম্যান পাওয়েলের ২৬ বলে ৩৫ রানের জুটির পর দৃঢ়তা দেখায় ওবেদ ম্যাকয়–হেইডেন ওয়ালশ জুটি। শেষ উইকেটে ২৩ বলে ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ১০ ও ১১ নম্বরে

নামা এ দুই বোলার। তাঁদের কল্যাণে পুরো ২০ ওভার খেলতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও দ্রুত উইকেট পড়ায় হার নিশ্চিত হয়ে যায় আগেই। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৫ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। টি–টোয়েন্টিতে এ নিয়ে নিজেদের শেষ

সাত ম্যাচের ছয়টিতেই হারল ওয়েস্ট ইন্ডিজ। এগারোয় নেমে ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকা ম্যাকয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ রান করেন। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১১তম ব্যাটসম্যান হিসেবে

দলীয় ইনিংসে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের ক্রিস্টোফার পফুর। ২০১৯ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৭ রানে অপরাজিত ছিলেন পফু। তবে আইসিসির সব সদস্য মিলিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে

এগারোয় নেমে দলীয় ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড বেলজিয়ামের খালিদ আহমেদির। গত বছর মাল্টার বিপক্ষে ৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২১ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম চার ব্যাটসম্যান

কাইল মেয়ার্স, শামারা ব্রুকস, নিকোলাস পুরান ও ডেভন থমাসের স্কোর যথাক্রমে ৪, ৭, ১, ১। শিমরন হেটমায়ার এসেও বেশিক্ষণ থাকতে পারেননি। ১৮ বলে ১৪ রানে আউট হন। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার এবং ব্রেসওয়েল ৩টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড বড় সংগ্রহ পেয়েছে গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলের ব্যাটে। ৪১ বলে

৭৬ রান করেন ফিলিপস। ৬ ছক্কা ও ৪ চারে ইনিংসটি সাজান তিনি। মিচেল ছিলেন আরও আক্রমণাত্মক। ৪ ছক্কা ও ২ চারে ২০

বলে ৪৮ রান করেন তিনি। ওপেনার ডেভন কনওয়ের ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৪২ রানের ইনিংস। ৪০ রানে ৩ উইকেট নেন

ম্যাকয়। এই জয়ে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ ২–০ ব্যবধানে জিতে নিল নিউজিল্যান্ড। রোববার সিরিজের শেষ ম্যাচ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *