এটা মাহমুদউল্লাহ নয় সাকিব! একাদশ নির্বাচন নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন পাপন

রিয়াদ না পারলেও নিজের দলের সেরা একাদশ নির্বাচন করেন সাকিব আল হাসান। কোচ যেই থাকুক না কেন কাজটা সাকিবই করেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে

আলাপচারিতায় এ প্রসঙ্গে পাপন বলেন,না। সাকিবের কোনো সমস্যা নেই। একটা জিনিস মনে রাখবেন, সাকিব যখন অধিনায়ক হয় কে কোচ বা কে না এটা নিয়ে কোনো ইস্যু হয় না। সেরা একাদশ ওই (সাকিব) ঠিক করে। এটা তো বোঝা উচিত আপনাদের।

ও (সাকিব) ওর মতো ঠিক করে। একাদশ সাকিব নিজে ঠিক করলেও প্রয়োজনে প্রধান কোচের সঙ্গে পরামর্শ করেন বলে নিশ্চিত করেছেন পাপন। তবে ম্যাচের পরিকল্পনা কোচের কাছ থেকেই নেন সাকিব। এদিকে প্রধান কোচ না থাকলে কখনও

কখনও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ম্যাচের পরিকল্পনা সাজাতে সাহায্য করেন বলে জানান তিনি। পাপন বলেন,অবশ্যই ওইখানে হয়তো কোচের সঙ্গে পরামর্শ করে। কিন্তু কোচও প্রাধান্য দেয় অধিনায়ককে সেরা একাদশের ক্ষেত্রে। খেলার পরিকল্পনা

কি হবে এটা হয়তো ব্যাখ্যা করে দেয়। ওইটা ব্যাখ্যা করতে পারে। এটা তো যে কেউই বাদ দিতে পারে। আমাদের যদি হেড কোচ নাও থাকে ওইখানে খালেদ মাহমুদ সুজনও করে, ওখানে জালাল ইউনুস থাকলে সেও করবে। এশিয়া কাপের আগে শ্রীধরন

শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করার কথা রয়েছে তার। শ্রীরামকে আনার ক্ষেত্রে ক্রিকেটারদের কোনো সম্পৃক্ততা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে পাপন

বলেন,না খেলোয়াড়দের এখানে কিছুই নেই ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *