এবার বাবার নাম নিয়ে আবারও বিতর্কে জড়ালেন সাকিব
বিতর্ক যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানকে। কিছুদিন আগেই জুয়ার ওয়েবসাইটের সাথে চুক্তি করে বিতর্কে জড়িয়ে ছিলেন সাকিব আল হাসান। যে বিতর্কে জাতীয় দলে থাকা নিয়েও তৈরি হয়েছিল প্রশ্ন। তবে আবারো বিতর্কে জড়িয়েছেন সাকিব
আল হাসান। কিছুদিন আগে শেয়ারবাজার কারসাজিতে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংসের নাম আসায় নতুন বিতর্কের ভাগীদার হন সাকিব। এই নিয়ে কিছুদিন হয়ে ধরেই হচ্ছিল নানা আলোচনা। তবে এবার তিনি যে বিতর্কে জড়িয়েছেন সেটি
ছড়িয়ে গেছে অতীতের সব বিতর্ককে। সাকিব শেয়ারবাজারে ব্যবসা করার জন্য নিজের বাবার নামটাই বদলে ফেলেছেন। শেয়ারবাজারে ব্যবসা করার জন্য মোনার্ক হোল্ডিংসের অফিসিয়াল নথিতে এই তারকা ক্রিকেটার নিজের বাবার নাম ‘জাল’
করেছেন। বাংলাদেশের জাতীয় ইংলিশ দৈনিক ডেইলি সান এক প্রতিবেদনে প্রকাশ করেছে, তাদের কাছে প্রাপ্ত মোনার্ক হোল্ডিংসের এক নথিতে সাকিবের বাবার নাম হিসেবে লেখা রয়েছে, কাজী আবদুল লতিফ। অথচ পুরো বাংলাদেশ জানে এই
তারকা ক্রিকেটারের বাবার নাম মাশরুর রেজা। যদিও গণমাধ্যমটির সঙ্গে আলোচনায় বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলামের সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে
দিয়েছেন। তিনি সাকিবের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বলেন, ‘এনআইডির মাধ্যমে যথাযথ যাচাই করায় তার (সাকিব আল হাসান) বাবার ভুয়া নাম ব্যবহারের সুযোগ নেই। দয়া করে তার ক্ষতি করবেন না। তিনি আমাদের শুভেচ্ছা দূত।’ যদিও দৈনিকটি
সাকিবের বাবা মাশরুর রেজার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছেন এনআইডি কার্ডে এমন কোনো ভুল নেই। কোথাও নিজের নাম কাজী আবদুল লতিফ হিসেবেও ব্যবহার করেননি সাকিবের বাবা মাশরুর রেজা। এই তারকা ক্রিকেটার অবশ্য
গণমাধ্যমটিকে জানিয়েছে, যদি কোনো ভুল হয়ে থাকে, দ্রুতই সেটি সংশোধন করে ফেলবে তার কোম্পানি।