এমন দিনেই সাফজয়ী আঁখির বাবাকে শা;সিয়ে গেল পু’লিশ!

এমন আনন্দের দিনে দুঃ’সংবাদ শুনতে হয়েছে সাফ জয়ী নারী ফুটবলার আঁখি খাতুনকে। সরকার থেকে পাওয়া জমি নিয়ে তার বাবাকে শা’সিয়ে গেছে থা’না থেকে। এমন অ’ভিযোগ করেছেন আঁখি ও তার বাবা। কাগজে সই করতে রাজি না হওয়ায় আখির

বাবাকে থা’নায় উঠিয়ে নিয়ে যাওয়ার হু’মকিও দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে ডিফেন্ডার আঁখি বলেন, আমার

বাবাকে থা’না থেকে ধ’মকিয়েছে একটা পেপার নিয়ে। বলেছে সই করতে হবে। আমার বাবা সই করেননি। তাই আমার বাবাকে

থা’নায় নিয়ে যাবে বলেছে। আমাকে ফোনে জানানো হয়েছে আমি যাওয়ার পর থানায় যেতে হবে আমাকে। তাদের ঘিরে যখন

গোটা দেশ মেতেছে উৎসবে তখন এমন ঘ’টনা অপ্রত্যাশিতই বটে। আখির বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি

বাদী বা আ’সামি কোনোটাই না। আমি পুলিশকে বলেছি আপনারা ইউএনও মহোদয় বা ডিসি স্যারের সাথে কথা বলেন। তখন

আমাকে ক’টূক্তি করেছে তারা। আর এক পু’লিশ সদস্য আমাকে ধ’রে নিয়ে যাবে বলেছে। ঘ’টনার সত্যতা শি’কার করেছেন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ও’সি। তিনি জানিয়েছেন, থা’না থেকে যিনি গিয়েছিলেন তাকে দিয়ে সরি বলানো হয়েছে। ঘ’টনাটা মিউচুয়াল করে দেয়া হয়েছে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *