এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেতে পারেন সাব্বির রহমান এবং সৌম্য সরকার

ওয়েস্ট ইন্ডিজের বি’পক্ষে টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতার পর জিমবাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নতুন কিছু করার চিন্তা ভাবনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের নিয়মিত অধিনায়ক বিশ্রামে দিয়ে নতুন করে টি-টোয়েন্টি দল ঘোষণা করে বিসিবি।

কিন্তু তাতে ফল পায়নি বাংলাদেশ। বড় অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হে’রে যায় বাংলাদেশ। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি তরুণ ক্রিকেটাররা। বাংলাদেশের পরবর্তী মিশন এশিয়া কাপ।

যেখানে পরীক্ষা-নিরীক্ষার কোন সুযোগ থাকবে না বিসিবির কাছে। তাই আবারও সিনিয়র ক্রিকেটারদের দেখা যেতে পারে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের। ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রাখা হতে পারে সাব্বির রহমান এবং সৌম্য সরকারকে। সেইসাথে

বাংলাদেশ দলের এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ই’নজু’রি। ই’নজু’রির কারণে এশিয়া কাপ থেকে ছি’টকে গেছেন ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। তবে সবচেয়ে বড় মা’থাব্য’থার কারণ ই’নজু’রিতে এশিয়া কাপ অনিশ্চিত দলের বর্তমান

সময়ের সেরা ব্যাটসম্যান লিটন দাসের। গুরুত্বপূর্ণ দুই উইকেট কিপার ব্যাটসম্যানের ই’নজু’রির কারনে আবারো বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরছেন মুশফিকুর রহিম। তবে এশিয়া কাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চ’মক হতে পারে সাব্বির রহমান

এবং সৌম্য সরকার। এই দুই পরীক্ষিত ব্যাটসম্যানের জন্য আবারো খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। তবে সে ক্ষেত্রে

ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলতে হবে এই দুই ব্যাটসম্যানকে। জাতীয় দল সংশ্নিষ্ট এক কর্মকর্তা বলেন, “এশিয়া কাপে সেরা দলটাই

পাঠাতে হবে। সোহান চোটে পড়ায় মুশফিকের সুযোগ বেড়ে গেছে। জিম্বাবুয়েতে মুনিম শাহরিয়ার ভালো খেলেনি। সেক্ষেত্রে

একজন ওপেনারও লাগবে। বড় ইভেন্ট পরীক্ষিত খেলোয়াড়দেরই নিতে হবে। উইন্ডিজে সৌম্য রান করলে টি২০ দলে নেওয়ার

চিন্তাভাবনা আছে। সবকিছুই নির্ভর করছে খেলোয়াড়ের ওপর।”

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *