এশিয়া কাপে অংশ নিতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল
আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে অংশ নিতে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা ছাড়বে বাংলাদেশ। সাকিব আল
হাসানের নেতৃত্বে মাঠের লড়াইয়ে নামবে টাইগাররা। এদিন বিকাল ৫টায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে বিমান ধরবে
বাংলাদেশ দল। ২৭ আগস্ট এশিয়া কাপের মূল লড়াই শুরু হলেও ৩০ তারিখ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে
মাঠে নামবে টাইগাররা। শেষ মূহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। বিসিবি লাল ও বিসিবি
সবুজ দলে ভাগ হয়েন খেলেন ক্রিকেটাররা। যেখানে ব্যাটাররা ভালো করলেও হতাশা ছিল বোলারদের পারফরমেন্সে। প্রথম
প্রস্তুতি ম্যাচে দলীয় সর্বোচ্চ ১৬৫ রান হলেও দ্বিতীয় ম্যাচে রান হয়েছে ২১৯। পেসারদের ফ্যাকাসে দিনে স্পিনাররাও দিয়েছেন
অতিরিক্ত রান। তবে সব ছাপিয়ে এশিয়া কাপে ভালো কিছু করার প্রত্যয় অধিনায়ক সাকিব আল হাসানের কন্ঠে। – যমুনা টিভি