এশিয়া কাপ খেলতে বিকালে আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল
এশিয়া কাপ খেলতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে তিন দিনের অনুশীলন শেষে বিকেল সোয়া পাঁচটায় আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে সাকিবের দল। দেশ ছাড়ার আগে শেষ মুহূর্তে দলে এসেছে পরিবর্তন। আঙুলের চোটে স্কোয়াড
থেকে ছিটকে গেছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন নাঈম শেখ। অনুশীলন ম্যাচে গোড়ালির ইনজুরিতে হাসান মাহমুদের সার্ভিস পাবে না টাইগাররা। ২৭ আগস্ট শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। তার
আগে, আমিরাতের আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করবেন সাকিব-মুশফিকরা। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের আসর। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। একদিন বিরতি
দিয়ে টাইগারদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টিম ডিরেক্টর হিসেবে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। এছাড়া দলের সাথে
যাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ও নির্বাচক হাবিবুল বাসার। এর
আগে, আরব আমিরাতে নিজেদের ঝালিয়ে নিতে ৬ দিনের অনুশীলন ক্যাম্প করবেন সাকিব-মুশফিকরা। এদিকে বাংলাদেশ দল
এবার নতুন কোচের অধীনে এশিয়া কাপ খেলতে যাচ্ছে। তবে সঙ্গে যাচ্ছেন না হেডকোচ রাসেল ডোমিঙ্গো। তার বদলে ভারতের
শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল অ্যাডভাইজার করা হয়েছে। তার লক্ষ্য পরিকল্পনায়ই এবারের এশিয়া কাপ খেলবে বাংলাদেশ।