এশিয়া কাপ শেষ মোহাম্মদ ওয়াসিমের, কপাল খুললো হাসান আলীর
ই’নজু’রির কারণে এশিয়া কাপ মিশন শেষ হয়ে গেছে মোহাম্মদ ওয়াসিমের। পিঠের ব্য’থার কারণে ছি’টকে যেতে হলো পাকিস্তানী
এই পেসারকে। এশিয়া কাপে পাকিস্তান দলের অনুশীলনের সময় ব্য’থা অনুভব করেন ওয়াসিম। এরপরও অনুশীলন চালিয়ে যান
তিনি। এক পর্যায়ে ব্য’থার তী’ব্রতা বাড়লে স্ক্যান করতে তাকে নিয়ে যাওয়া হয় হা’সপা’তালে। রিপোর্ট দেখার পর এই পেসারকে
কিছুদিনের জন্য মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এদিকে, মোহাম্মদ ওয়াসিমের ই’নজু’রিতে
কপাল খুলেছে ডানহাতি পেসার হাসান আলীর। টিম ম্যানেজমেন্টের অনুরোধে এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই
পেসার। এর আগে, হ্যামস্ট্রিং ই’নজু’রির কারণে এশিয়া কাপ থেকে বা’দ পড়েন পাকিস্তানের স্ট্রা’ইক বোলার শাহীন শাহ আফ্রিদি।