ওপেনার হিসেবে কলঙ্ক মুনিম শাহিয়ার, যে কারণে এশিয়া কাপের ১৭ সদস্যের দলে নেই তিনি

পাঁচ ম্যাচে ৩৪ রান। একজন ওপেনার ব্যাটসম্যানের নামের পাশে যা বড়ই বেমানান। এরপর সেই ব্যাটসম্যান যদি হয় নবাগত। তাহলে তো দল থেকে বাদ পড়া তাঁর শতভাগ সম্ভাবনা থাকে। যেমনটি ঘটেছে ডানহাতি ব্যাটসম্যান মুনিম শাহিয়ারের সাথে।

 

গতকাল আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা হয়নি মুনিমের। কিন্তু কেন তাকে বাদ দেওয়া হলো সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়নি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে।

 

বিপিএলের অষ্টম আসরে ব্যাট হাতে চমক দেখিয়ে জাতীয় দলে সুযোগ পান মুনিম। নির্বাচকরা আস্থা রেখেছিলো তাঁর উপর। কিন্তু সেই আস্থার প্রতিদান মুনিম দিতে ব্যর্থ হয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুনিমের।

 

অভিষেক সিরিজে ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে টানা ব্যর্থ হয়েছেন। যতটা আশা নিয়ে নির্বাচকরা মুনিমকে সুযোগ দিয়েছলো। ঠিক ততটাই যেন নিরাশ করেছেন এই ডানহাতি

 

ব্যাটসম্যান। ফর্মে না থাকায় টি-টোয়েন্টির স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন মুনিম। তবে মুনিম জায়গা হারালেও তিন বছর পর হারানো জায়গা ফিরে পেয়েছেন সাব্বির রহমান। ঘরোয়া ক্রিকেটে আলোচনায় না থেকেও এশিয়া কাপের স্কোয়াডে আছেন

 

তিনি। এশিয়া কাপের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক),এনামুল হক বিজয়,মুশফিকুর রহিম,আফিফ হোসেন

 

ধ্রুব,মোসাদ্দেক হোসেন সৈকত,শেখ মাহাদী হাসান,সাইফউদ্দিন ,হাসান মাহমুদ,নাসুম আহমেদ,সাব্বির রহমান,মাহমুদউল্লাহ

 

রিয়াদ,নুরুল হাসান সোহান ,তাসকিন আহমেদ,মোস্তাফিজুর রহমান,মেহেদী হাসান মিরাজ,এবাদত হোসেন,পারভেজ হোসেন ইমন।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *