কঠিন বিপদের দিনে নেইমারকে বাঁচাতে এগিয়ে আসলেন পিএসজির দুই বন্ধু

পিএসজির ড্রেসিং রুম এখন দুই ভাগে বিভক্ত। যার এক ভাগে রয়েছে নেইমার এবং অন্য ভাগে রয়েছে কিলিয়ান এমবাপ্পে। তবে দুই ভাগের মধ্যে নেইমারের ভাগের শক্তিটাই বেশি।

ল্যাতিন আমেরিকার প্লেয়ারদের সাপোর্ট রয়েছে নেইমারের দিকে। শুধু নেইমারের দিকে সাপোর্ট রয়েছে এমনটাই নয়, এমবাপ্পের আচরণে বেশ বিরক্ত ক্লাবটির অন্যান্য প্লেয়াররা।

এর আগে কাভানি এবং নেইমারের পেনাল্টি ইস্যুতে সারা বিশ্ব সমালোচনায় মুখর ছিল নেইমারের। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। সারা বিশ্ব এখন সমালোচনা করছে এমবাপ্পেরই।

গনমাধ্যমে খবর অনুযায়ী, নেইমারকে বিক্রির কথা বলেছিল পিএসজি এবং এমবাপ্পে তাতে সায় দিয়েছিল যা ভালো ভাবে নেয়নি নেইমার। এছাড়া মন্টপিলিয়ের বিপক্ষে ম্যাচের পর ড্রেসিং রুমে মেসির সঙ্গে তর্কে জড়ান এমবাপ্পে।

এখন মেসি, রামোস, মার্কুইনহোস সহ ড্রেসিং রুমের বড় প্লেয়াররা নেইমারের পক্ষেই অবস্থান নিয়েছে। এমবাপ্পের আচরণে তারা সবাই বিরক্ত। কেননা, এমবাপ্পে চায় মাঠে শুধু তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিবে সবাই যা মানতে নারাজ অন্যান্য প্লেয়াররা।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *