কর্ণফুলী গ্যাসে চাকরি পেলেন যাঁরা

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাধারণ, অর্থ ও হিসাব এবং কারিগরি ক্যাডারের ২৬টি পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল

প্রকাশ করা হয়। ২৬টি পদে মোট ১১৮ জনকে নিয়োগপত্র পাঠানো হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে ১৫ জন, সহকারী ব্যবস্থাপক (আইন) পদে ৪ জন, সহকারী ব্যবস্থাপক (লাইব্রেরি) পদে ১ জন, সহকারী ব্যবস্থাপক (অর্থ ও

হিসাব) পদে ১৬ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৭ জন, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে ৬ জন, সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ১১ জন, সহকারী প্রকৌশলী (কেমিক্যাল) পদে ৪ জন, সহকারী প্রকৌশলী (মেটালার্জিক্যাল)

পদে ১ জন, সহকারী প্রকৌশলী (কম্পিউটার) পদে ৩ জন, সহকারী প্রকৌশলী (টেলিকমিউনিকেশন) পদে ৩ জন, সহকারী প্রকৌশলী (জিআইএস) পদে ২ জন, সহকারী প্রকৌশলী (হার্ডওয়্যার) পদে ১ জন, সহকারী প্রোগ্রামার পদে ৫ জন, সহকারী

ব্যবস্থাপক (মেডিকেল) পদে ১ জন, সহকারী কর্মকর্তা (সাধারণ) পদে ১২ জন, সহকারী কর্মকর্তা (আইন) পদে ১ জন, সহকারী কর্মকর্তা (ইমাম) পদে ১ জন, সহকারী কর্মকর্তা (অর্থ ও হিসাব) পদে ৪ জন, সহকারী কর্মকর্তা (নিরীক্ষা) পদে ১ জন,

উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৫ জন, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে ৩ জন, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ৩ জন, উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল) পদে ২ জন, উপসহকারী প্রকৌশলী (পাওয়ার) পদে ২ জন

ও উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার/আইটি) পদে ৩ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে এবং ই-মেইল ঠিকানায় নিয়োগপত্র পাঠানো

হবে। ইস্যুকৃত নিয়োগপত্র, সব সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তক) ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবিসহ ২১ আগস্ট কেজিডিসিএলের

প্রধান কার্যালয়, ষোলশহর, চট্টগ্রামে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।চাকরিতে নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় ছাড়পত্র দাখিল করতে হবে।

যোগদানের সময় অবশ্যই আবেদনে উল্লেখিত স্থায়ী ঠিকানার অনুকূলে নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। প্রার্থীদের আবেদনে কোনো ধরনের তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগপত্র বাতিল করা হবে এবং কোম্পানি কর্তৃক আইনানুগ ব্যবস্থা

গ্রহণ করা হবে। নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এই লিংকে দেখা যাবে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *