কাতারকে হারিয়ে চমক, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
এশিয়ান পুরুষ অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে কাতারকে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার বাহরাইনের মানামাতে
অনুষ্ঠিত নকআউট পর্বের খেলায় লাল সবুজরা ৩-২ সেটে হারিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিকে। এই জয়ে
টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তানভীর হোসেনরা। আজ শেষ আটের লড়াইয়ে দক্ষিণ কোরিয়া ও
পাকিস্তানের মধ্যকার ম্যাচে জয়ী দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। এর আগে ই-গ্রুপে ইরাকের সঙ্গে জিতে অস্ট্রেলিয়ার কাছে
হারলেও গড় পয়েন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্লে-অফে খেলেছিল।ইরানি কোচ আলীপোর আরজির অধীনে এক মাসের
অনুশীলনে বাংলাদেশের যুবারা তৈরি হয়েই বাহরাইনে গিয়েছিলেন। ইরাক, অস্ট্রেলিয়া, কাতার, বাহরাইনের মতো দেশগুলোর সঙ্গে এবারই প্রথম খেলার সুযোগ পেয়ে আত্মবিশ্বাস কুড়িয়েছে বাংলাদেশ।