‘কারিগরি চাকরি মেলা’ আয়োজন করতে যাচ্ছে বিডিজবস
আগামী ২৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার, দ্বিতীয়বারের মতো ‘কারিগরি চাকরি মেলা’ আয়োজন করতে যাচ্ছে বিডিজবস।
টেকনিক্যাল কাজ জানা এবং শিক্ষার্থীগণ এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন।ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, মেকানিক,
মেশিন অপারেটর, প্যাথলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ড্রাইভার, শেফ, নার্স, ওয়েটার, প্লাম্বার, ওয়েল্ডার, শোরুম সেলসম্যানসহ
বিভিন্ন পদে অভিজ্ঞ/অনভিজ্ঞ চাকরিপ্রার্থীদের জন্য ৬০-এর অধিক দেশি ও বিদেশি কম্পানি ৫,০০০-এর বেশি চাকরি দেওয়ার
লক্ষ্যে এই মেলায় অংশগ্রহণ করছে।মেলার স্থান : পিএসসি কনভেনশন হল, মিরপুর-১৪, ঢাকা।সময় : সকাল ৯টা থেকে
বিকাল ৫টা পর্যন্ত।মেলায় অংশগ্রহণ করতে ফ্রি রেজিস্ট্রেশন করুন এখানে