কি এমন কারণে, আফিফকে কোন উপাধি দিতে চান না তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হারানোর পর, বুধবার (১০ আগস্ট) স্বাগতিকদের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে এনামুলের দুর্দান্ত ব্যাটিং সবার চোখে পড়লেও বাংলাদেশের অধিনায়কের মন কেড়েছে ২২ বছর বয়সী আফিফ হোসেনের ব্যাটিং।

    

তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফিফকে প্রশংসায় ভাসালেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে ছয় নম্বরে নেমে দলীয় সেরা ৮১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন আফিফ। যার কল্যাণে ২৫৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। আর স্বাগতিকদের বিপক্ষে শেষ ম্যাচ জিতে ম্যাচ সেরার পুরস্কারটাও ওঠে এই আফিফের হাতেই।

    

তাই তো ম্যাচ শেষে অধিনায়ক তামিমও ভুল করলেন না তার প্রশংসা করতে। সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘যেভাবে আফিফ ব্যাট করেছে তা দেখাটা আনন্দের। তার টাইমিং দারুণ হচ্ছিল, খুবই ভালো ব্যাট করেছে।’বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করলেই তাদেরকে নানা উপাধি দেয়া হয়।

    

যেমন- মুশফিককে বলা হয় মিস্টার ডিপেন্ডবল, আবার মাহমুদউল্লাহকে বলা হয় সাইলেন্ট কিলার। তবে এখনই আফিফকে কোন নাম দিতে চান না বাংলাদেশের অধিনায়ক। তামিম বলেন, তাকে কোনো উপাধি না দেই, এখনই খেতাব দেয়া তাড়াহুড়া হয়ে যাবে। তার ইউনিক কোয়ালিটি আছে, যা খুব বেশি মানুষের নেই।

    

দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ও যখন ব্যাটিংয়ে আসে তখন আমরা চাপে ছিলাম এবং সে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ধরনের খেলোয়াড়দের ক্ষেত্রে অনেক সময় এমন হবে- একই জিনিস করতে গিয়ে আউট হয়ে যাবে। তামিম মনে করছেন, এখনি কোনো উপাধি যোগ করলে সেই চাপ সইতে না পেরে নিজের সহজাত স্বভাব হারিয়ে বসতে পারেন আফিফ।

    

তামিমের বলেন, এরপর আমরা বলব এটা কী করল? আমি চাই না সে তার কোয়ালিটি হারাক। যেভাবে সে ব্যাট করতে চায় করুক, এটা দারুণ। এখনও তার ক্যারিয়ারের শুরু। আশা করি দারুণ এক ক্যারিয়ার হবে তার। তবে এখনই কোনো নাম দেওয়া ঠিক হবে না।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *