কেন মেয়েদের শার্টে পকেট থাকে না, কারণ জানেন কী?

কেন মেয়েদের জামায় পকেট থাকে না? এই প্রশ্ন অনেকের মনেই উঁকি দেয়। তবে যদি থাকতো, তাহলে কত সুবিধাই না হত! এখন অনেক ব্র্যান্ড তাদের কুর্তায় বা ট্রাউজারে পকেট ডিজাইন করা শুরু করেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন মেয়েদের কোনো জামায় পকেট থাকে না? কী কারণ রয়েছে এর পিছনে? চলুন তবে

জেনে নেয়া যাক এর কারণ- যে স’মস্যায় পড়তে হয়ঃ সত্যিই মেয়েদের এটা একটা স’মস্যা। আপনি হয়তো বেশ কিছু জিনিস নিয়ে বাড়ি থেকে বেরোলেন। এরপর একটা ভিড় বাসে উঠলেন। তখন তো আর মোবাইল খুচরো টাকা আবার হাতব্যাগে ঢো’কানো যায় না। তখন মনে হয় যে, একটা পকেট থাকলে ভালো হত। চট করে আমরা ট্রাউজারে খুচরো টাকা বা মোবাইল

ঢুকিয়ে রাখতে পারতাম। কিন্তু যদিও তা হয় না। আবার হাতব্যাগে সবটা রাখতে হয়। ভিড় বাসে তখন ভিড়ের সঙ্গে পাল্লা দেবেন নাকি হাতব্যাগ সামলাবেন নাকি এই পকেটের জন্য দুঃখ করবেন! তা যখন নেই, তখন মনখারাপ করা ছাড়া আর কিছু করার নেই! মেয়েরা কী চান? মেয়েরা আর কী চান তা হয়তো জানা নেই, কিন্তু তারা সত্য়িই তাদের পোশাকে পকেট চান! প্রত্যেক নারীই

নিজের জামায় পকেট চান। অন্তত শার্টে কোনো পকেট না থাকলেও হবে। কিন্তু কুর্তায়, ড্রেসে বা ট্রাউজারে যদি পকেট থাকে তাহলে সত্যিই সুবিধা হয়। ফ্যাশনে যখন মিনিব্যাগ ইন, তখন এই ছোট পকেট কেন সব ব্র্যান্ডই তাদের পোশাকে যোগ করে না, এটা সব মেয়েই জানতে চান! যাই হোক, এটা মেনে নিতেই হবে। অন্তত ততদিন পর্যন্ত যতদিন না মেয়েদের সব ধরনের

পোশাকেই পকেট থাকা একদম স্বাভাবিক বিষয় হয়ে ওঠে! কারণ, সত্য়িই মেয়েদের পোশাকে পকেট থাকা জরুরি, ঠিক যেমন পুরুষদের পোশাকেও জরুরি! সৌন্দর্য নষ্ট হবেঃ টি-শার্টে পকেট থাকুক, এরকম দাবি কেউ জানাচ্ছেন না। কিন্তু ড্রেসে, স্কার্টে, কুর্তায় বা ট্রাউজারে তো পকেট থাকতেই পারে। প্রাচীন সময়ে যখন মেয়েদের শার্ট বা টপ ডিজাইন করা হতো, তখন সেই শার্টে

বা টপে কোনো পকেট যোগ করা হত না। তখন মনে করা হতো, যদি মেয়েদের জামায় পকেট থাকে, তাহলে সেই পকেটে তারা কিছু না কিছু রাখবেনই। আর এই কারণে তাদের ‘সৌন্দর্য’ খা’রাপ হয়ে যাবে বলে মনে করতেন সেই সময়ে ডিজাইনাররা। সেই জন্য পোশাকে পকেট দেওয়া হত না। আর মেয়েরাও সেই ধরনের পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। বৈজ্ঞানিক কারণঃ

ঠিক কী কারণে মেয়েদের পোশাকে পকেট থাকে না? এর পিছনে নানা কারণ সন্ধান করে থাকেন অনেকেই। আসলে এর পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই! কিন্তু পুরনো মানসিকতাই এর সঙ্গে জ’ড়িয়ে আছে। প্রাচীন সময়ে যেহেতু পকেট রাখা হতো না, সেই সময় থেকেই একই বিষয় চলে আসছে। যদিও বর্তমানে মেয়েদের এর প্রতিবাদ করেছেন। তারা পোশাকে পকেট রাখার

দাবিও জানিয়েছেন। এখন মেয়েরা নিজেদের পছন্দ মতো পোশাকে পকেট যোগ করেন। সেরকম ধরনের পোশাক পরেন, যা তাদের নিজের পছন্দ। সময়ের পালাবদলঃ গত শতাব্দীতেও সব মেয়েদের চাকরিজীবী ছিলেন না। তাদের নিজেদের টাকা বহন

করার কোনো অধিকার ছিল না। তারা সব সময়ই বাড়ির পুরুষ সদস্যের উপর নির্ভরশীল ছিলেন। তাই তাদের পোশাকে পকেট রাখারও প্রয়োজন ছিল না। কারণ তাদের পকেটে টাকা রাখার কোনো প্রয়োজন ছিল না। এরপর মেয়েরা হাতব্যাগ বা হ্যান্ডব্যাগ কিংবা পার্স ব্যবহার করতে শুরু করেন। তাতেই নিজেদের সামগ্রী রাখা শুরু করেন। তাই পোশাকে পকেট ফিরিয়ে আনার বা

দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। তবে এখন মেয়েরা নিজেদের পছন্দ মতো পোশাক পরেন। সেখানে তারা পকেট রাখতেও পারেন আবার নাও পারেন, এটা একান্তই নিজের পছন্দ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *