কোনোমতে ম্যাচ জিতে সোহান বললেন- ‘১০-১৫ রান কম হয়েছিল’
আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কোনোমতে জিতেছে বাংলাদেশ। ৮ উইকেট পড়ে গেলেলো শেষ ওভারে স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রানের। ৩ রান তারা করেও ফেলেছিল। পরপর দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে
৭ রানের কষ্টার্জিত জয় এনে দেন পেসার শরীফুল ইসলাম। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, ১০-১৫ রান কম হওয়ায় এই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রান কম ওঠায় টপ অর্ডারের ব্যর্থতাকেই দায়ী করেন
সোহান, ‘পাওয়ারপ্লেতে ওরা ভালো বোলিং করেছে, আমরা তিন উইকেট হারিয়েছি। শিশির থাকায় আমাদের বোলারদের গ্রিপে সমস্যা হচ্ছিল। বুঝতে পেরেছিলাম যে ১০-১৫ রান কম হয়ে গেছে। পাওয়ারপ্লেতে আমরা উইকেট হারিয়েছি। কিন্তু আমাদের
বোলার শরিফুল এবং মিরাজ ডেথ ওভারে খুব ভালো বোলিং করেছে। আফিফ সত্যিই ভালো খেলেছে। স্ট্রাইক রোটেট করেছে এবং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ‘ অন্যদিকে দলের ব্যাটিং নিয়ে খুব খুশি আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান, ‘দলের
পারফর্মেন্সে আমি আংশিক খুশি। আমরা কিছু সময় ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। অবশ্যই উন্নতির জায়গা আছে। ছোট জিনিসগুলো শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা এটি থেকে শিখব এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। মানসম্পন্ন ব্যাটারদের
ক্যাচগুলো আপনি যদি ধরতে না পারেন, তাহলে এজন্য মূল্য দিতেই হবে। তবে ব্যাট হাতে দলের পারফর্মেন্সে আমি খুশি। আমরা খুব ভালো শুরু করেছিলাম, কিন্তু ইনিংসের মাঝপথে উইকেট হারিয়েছি। ১৬ বছর বয়সী বাচ্চাটির জন্য খুব গর্বিত; দারুণ
খেলেছে। আমি মনে করি, বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে আরও বেশি খেলা খেললে আমাদের ক্রিকেটের উন্নতি হবে। ‘