খাল কে’টে কু’মির আনবে না তো পাকিস্তান!

টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট করে কোনো দলকে ফেভারিট বলা সহজ নয়। ক্রিকেটের এই ফরম্যাটে নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, তাদেরই জয়ের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তবুও স’মালোচক কিংবা ভক্তরা ফেভারিট কিংবা দুর্বল দল বেছে নিয়ে থাকে। এই যেমন এশিয়া কাপের আজকের (৭ সেপ্টেম্বর) ম্যাচে মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে পরিষ্কার ফেভারিট

বাবর আজমরা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংও একই কথা বলবে। যেখানে তিনে আছে পাকিস্তান অপরদিকে আফগানিস্তানের অবস্থান দশে। তবুও আজকের ম্যাচে জয়ী দল বলে পাকিস্তানের নাম এখনই বলতে পারবে না কেউই। যদিও আজকের ম্যাচে পাকিস্তানের জয় অনেক সমীকরণই সহজ করে দিতে পারে চলতি এশিয়া কাপের জন্য। কারণ, আজ বাবর আজমরা জিতলেই

নিশ্চিত হয়ে যাবে এবারের এশিয়া কাপের শিরোপাই কারা লড়বে। এখন পর্যন্ত সুপার ফোরের তিন ম্যাচ শেষে শ্রীলঙ্কা টানা দুই ম্যাচ জিতে ফাইনালের পথে এগিয়ে আছে। আজ যদি পাকিস্তানও জিতে যায়, তবে লঙ্কানদের বিপক্ষে ফাইনাল খেলবে বাবর-রিজওয়ানরা। কারণ, দুটি দলের জয় হবে সমান ২টি করে। সেক্ষেত্রে ভারত-আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি হবে কেবলই

নিয়মরক্ষার। তবে যদি পাকিস্তান হেরে যায় তবে খাল কেটে কুমির আনার মতো বিপদে পড়ে যাবে দলটি। সুপার ফোরে এখন পর্যন্ত কেবল ১ জয় পাকিস্তানের। দলটি যদি আফগানিস্তানের সঙ্গে এই ম্যাচে হেরে যায় এবং শেষ ম্যাচেও যদি শ্রীলঙ্কার বিপক্ষে জয় না পায় তবে সুপার ফোরে কেবল ১ জয় ভাগ্যে মিলবে বাবরদের। সেক্ষেত্রে ফাইনালে ওঠার লড়াইয়ে বিপাকে পড়ে যাবে

পাকিস্তান। কারণ, লঙ্কানরা শেষ ম্যাচে পাকিস্তানকে হারালে তিন জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলবে দলটি। অপরদিকে ১ জয় পাওয়া পাকিস্তানের তখন ফাইনালে ওঠার জন্য লড়াই করতে হবে ভারত, আফগানিস্তান দুই দলের সঙ্গেই। এ দিকে আফগানিস্তান পাকিস্তানকে হারালে ১ জয় নিশ্চিত করবে। অন্য ম্যাচে ভারতকেও যদি হারাতে পারে তবে দলটি ফাইনালে

জায়গা করে নেবে। আর যদি ভারতের কাছে হেরে যায় তবে সুপার ফোরের মঞ্চে তিন দল সমান ১টি করে জয় নিশ্চিত করবে। সেক্ষেত্রে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার নেট রানরেট বিবেচনায় নেওয়া হবে। যেখানে এগিয়ে থাকা দল

শিরোপার লড়াইয়ে ফাইনালের মঞ্চে লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে নিশ্চিতভাবেই পাকিস্তান এই বিপদে পড়তে চাইবে না। বরং আজ আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ১ ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের সঙ্গে ফাইনাল নিশ্চিত করবে। সুপার ফোরে

পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি ফাইনালের আগে দুই দলের জন্য প্রস্তুতিমূলক ম্যাচ হয়ে দাঁড়াবে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *