গত ম্যাচে পিএসজির হয়ে সর্বোচ্চ রেটিং পাওয়া সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ
ফ্রেঞ্চ লিগ ওয়ানে গত রাতে মাঠে নেমেছিল জায়ান্ট পিএসজি। মন্টপিলিয়ের বিপক্ষে এই ম্যাচে ৫-২ গোলের বড় জয় পেয়েছে ফ্রান্সের জায়ান্টরা।




ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। যদিও হ্যাটট্রিক হতে পারত তার, কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়েছে।এছাড়া একটি করে




গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও রেনেতো সানচেজ। অন্য গোলটি এসেছে আত্মঘাতী থেকে। একটি পেনাল্টি মিস করেছেন এমবাপ্পে। এই ম্যাচে পিএসজির প্লেয়ারদের রেটিংস কেমন ছিল দেখুন:-




ডুনারুম্মা- ৬.৭, রামোস- ৬.৮ ,মার্কুইনহোস- ৫.৮, কিম্পেম্বে- ৭.০, নুনো মেন্ডেস- ৭.৪, ভিতিনহা- ৬.২, ভেরাত্তি- ৭.২, হাকিমি- ৭.০, নেইমার- ৮.৯, লিওনেল মেসি- ৭.৬, এমবাপ্পে- ৭.২