গভীর রাতে দেশে ফিরলেন সাকিব
বিসিবি কর্তাদের সাথে জ’রুরি সভায় বসতে গভীর রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। জানা গেছে, কাতার
এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বেট উইনার
সংক্রান্ত সাম্প্রতিক বিতর্কে ব্যাপকভাবে স’মালোচিত সাকিব কঠোর গোপনীয়তায় দ্রুত ত্যাগ করেন বিমানবন্দর। শনিবার (১৩
আগস্ট) সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসবেন বৈঠকে। শোনা যাচ্ছে, টেস্ট অধিনায়ক সাকিবের
আচরণে অসন্তুষ্ট বিসিবি, একই সাথে তাকে টি টোয়েন্টির অধিনায়কত্ব দিতে চেয়েছিলো। কিন্তু বেট উইনার বি’তর্কের কারণে
সাকিবের সাথে আবারও কথা বলে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। সে কারণেই বোর্ডের জরুরি বার্তা পেয়ে নির্ধারিত সময়ের
আগেই দেশে ফিরলেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার। জানা গেছে, সাকিবের সাথে কথা বলে আজই ঘোষণা হবে এশিয়া কাপের
বাংলাদেশের স্কোয়াড। এর আগে অবশ্য বিসিবি সভাপতির হুঁ’শিয়ারির পর বি’তর্কিত পোর্টাল বেটউইনারের সাথে চুক্তি বা’তিল করে সাকিব আল হাসান।