গায়ানাকে জিতিয়েছে সাকিব, দেখেনিন কত টাকা পুরস্কার পেল

অবশেষে দেখা মিলেছে রাজকীয় সাকিব আল হাসানের। ব্যাট, বল এবং ফিল্ডিংয়ে সব জায়গায় দুর্দান্ত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। যার পুরস্কার হিসেবে এদিন ম্যাচ সেরা হয়েছেন তিনি। টসে হেরে আগে ব্যাটিং করতে আসে তার দল। দুইজন

ব্যাটসম্যান বিদায় নিলে সাকিব ব্যাটিং করতে আসেন। দুর্দান্ত এক জুটি গড়েন গুরবাজ কে সঙ্গী করে। যেখানে চারটি চার এবং একটি ছয় হতে সাকিবের ব্যাটে আসে ২৫ বলে ৩৫ রান। তার বিদায়ের পর শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে

১৭৬ রান সংগ্রহ করে তার দল। বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি। সবার আগে টিম সেইফাঁর্টকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। এরপর নিকোলাস পুরান কে ফিরিয়ে দেন রান আউট করে। আন্দ্রে রাসেল ১২ ও সুনীল নারাইন কে বিদায় করেন ১৯ রানে। ম্যাচে ৩৭

রানের সহজ জয় পায় তারা। ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান সংগ্রহ করার পাশাপাশি বল হাতে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। শেষ পর্যন্ত ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। ম্যাচসেরার পুরস্কার হিসেবে সাকিব আল হাসানের হাতে

তুলে দেয়া হয় ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় ৫২ হাজার টাকা সমান। এই জয়ে ২য়তে উঠে এসেছে তারা। সাকিব আসার আগে তাদের অবস্থান ছিল তালিকার তলানিতে। সাকিব আসার পর টানা তিন জয়ে পেয়েছে তারা, এখন তারা

উঠে এসেছে ২য়তে এবং নিশ্চিত করেছে পরের রাউন্ড। শেষ ম্যাচে যদি জয় পায় তারা, তবে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকা নিশ্চিত হবে তাদের। যদিও শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সবচেয়ে কঠিন। পয়েন্ট তালিকায় সবার ওপরে অবস্থান করা বার্বাডোজ

রয়েলসের বিপক্ষে মুখোমুখি হবে তারা। ৯ ম্যাচে আট বারই জয় পেয়েছে দল টি, তাতে তাদের পয়েন্ট এখন ১৬।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *