চমক দেওয়া খবরঃ সৌম্যের সাথে এশিয়া কাপে খেলতে যাচ্ছেন রিপন-মৃত্যুঞ্জয়

গতকাল ১৩ আগস্ট শনিবার বেশ নাটকীয়তার পর এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৭ সদস্যের মূল দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আরও ৪ ক্রিকেটার আমিরাতে যাবেন, এমনটা জানিয়েছে যাবেন বিসিবির

    

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে মজার বিষয় হল স্ট্যান্ডবাই খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেননি নির্বাচকরা। এশিয়া কাপের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে এসব নাম জানা যাবে। তবে বিসিবির একটি সূত্র বল়ছে এই

    

তালিকায় ইতোমধ্যেই তিনজনের নাম নিশ্চিত হয়ে গেছে। এর মধ্যে আছেন অলরাউন্ডার সৌম্য সরকার। এছাড়া গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো রিপন মন্ডল আছেন স্ট্যান্ডবাই তালিকায়। যেখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য,

    

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে বিপিএল মাতানো মৃত্যুঞ্জয় চৌধুরীও আছেন। তবে আরেকজন কে সেটি এখনো জানা যায়নি।
এশিয়া কাপে বাংলাদেশ দল:সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন

    

ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *