চরম দুঃসংবাদ, এবার অর্থাভাবে সিরিজ স্থগিত আফগানিস্তানের, নতুন দেশ খুঁজছে বিসিবি

আগামী অক্টোবরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে একটি সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তান ‘এ’ দলের। ম্যাচ সংখ্যার পাশাপাশি ঠিক করা হয়েছিল ভেন্যুর নামও। তবে বিপত্তি বাঁধল আর্থিক অবস্থা। অর্থাভাবে আফগানিস্তান সিরিজটি স্থগিত করেছে-

জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী। বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ২টি চারদিনের ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ খেলার ব্যাপারে সম্মত হয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পুরো

সিরিজটি মাঠে গড়াতো সংযুক্ত আরব আমিরাতে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সেই সিরিজটি স্থগিত করা হয়েছে। অর্থের জোগান পেলে পরবর্তী সময়ে সুযোগ মতো সিরিজটি আয়োজন করতে চায় তারা। এ সম্পর্কে জালাল ইউনুস বলেন, ‘ওদের ফান্ড না

থাকায় সিরিজটি স্থগিত করেছে। তারা বলেছে অন্য সময়ে সিরিজটি করতে চায়। নতুন সূচি পেলেই জানিয়ে দেওয়া হবে।’ এদিকে, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, আফগানিস্তান সিরিজ বাতিল করায় নতুন দেশ খুঁজছেন তারা।

সুজনের ভাষ্য, ‘হেতু সময়টা ফাঁকা আছে, আমরা অন্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে এটি আয়োজন করার চেষ্টা করবো। দেখা যাক কী হয়।’ সুজন আরও বলেন, ‘আফগানিস্তানের অর্থনৈতিক সমস্যা কি না আমি বলতে পারব না।

আরেকটি বোর্ডের কী সমস্যা আমি বলার কেউ না। তারা আমাদের অনুরোধ জানিয়েছে নতুন সূচির জন্য। অন্য সময়ে এই

সিরিজগুলো হবে।’

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *