চাকরিতে যোগদানের কথা বলে সিলেটে এসে যুবকের আ’ত্মহ’ত্যা
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বলে সিলেট এসে আ’ত্মহ’ত্যা করলেন জয় ভট্টাচার্য নামে সুনামগঞ্জের এক যুবক।বুধবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট নগরের তালতলা এলাকার হোটেল শাহবানের
তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভে’ঙে জয় ভট্টাচার্য নামের ওই যুবকের ম’রদে’হ উ’দ্ধার করে পু’লিশ। জয় ভট্টাচার্যের বাড়ি সুনামগঞ্জের নতুন পাড়া এলাকায়। হোটেলটির স্বত্বাধিকারী ব্যারিস্টার আরশ আলী জানান, ১৫ আগস্ট জয় ভট্টাচার্য হোটেলের
একটি কক্ষ ভাড়া নেন। বুধবার দুপুর পর্যন্ত তিনি কক্ষ থেকে বের হননি। ডাকাডাকি করলেও সাড়া দেননি। পরে পু’লিশ দরজা ভে’ঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।হোটেল কক্ষ ভাড়া নেয়ার সময় জয় ভট্টাচার্য নিজেকে
ও’ষু’ধ কোম্পানির কর্মকর্তা পরিচয় দেন বলে জানান তিনি। সিলেট কোতোয়ালি থা’নার পরিদর্শক (ত’দন্ত) মো. ইয়াসিন খান জয়ের পরিবারের বরাত দিয়ে বলেন, জয় তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক
হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে নিয়োগের কোনো কাগজপত্র দেখাননি। চাকরিতে যোগদানের জন্য ঢাকায় যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। ম’রদে’হ উ’দ্ধার করে ম’য়নাত’দন্তের জন্য হা’সপা’তাল ম’র্গে পাঠানো হয়। তার পরিবারের সদস্যরাও
আসছেন। তার কাকা বিপুল মৈত্র বলেন, ‘জয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা দিয়েছিল। প্রথমে শুনেছিলাম সে নিয়োগ পেয়েছে। পরে জানতে পারি নিয়োগ হয়নি। এ নিয়ে হতাশা থেকে এমন কা’ণ্ড ঘ’টাতে পারে।’সহকারী
পরিচালক পদে জয় ভট্টাচার্য নামে কেউ নিয়োগ পেয়েছেন কি না–এমন তথ্য জানা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার উপপরিচালক আশরাফ সিদ্দিকী।