চার ওভারেই সাজঘরে দুই টা’ইগার ওপেনার

আফগানিস্তানের বি’রুদ্ধে আবারও ব্য’র্থ বাংলাদেশের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারেই মুজিব উর রেহমানের স্ট্যাম্প টু স্ট্যাম্প

বলে পরাস্ত হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার নাঈম শেখ। আর চার ওভারের মাঝেই টপ অর্ডারকে ব্য’র্থ বা’নিয়ে প্যাভিলিয়নে

ফিরেছেন এনামুল হক বিজয়। এনামুল হক বিজয় ও নাঈম শেখের উদ্বোধনী জুটি ভ’য়ডরহী’ন ক্রিকেটের সূচনা করবে, এমন

আশাবাদ ছিল টা’ইগার সমর্থকদের। টস জিতে ব্যাট করতে নেমে এই আশা ভ’ঙ্গ করতে একদমই সময় নেননি নাঈম শেখ। ৮

বলে ৬ রান করে দলীয় ৭ রানের মাথায়ই সাজঘরে ফেরেন এই বাঁহাতি ওপেনার। একই বোলারের বলে এলবিডব্লিউয়ের ফাঁ’দে

পড়ে ১৪ বলে মাত্র ৫ রান করে আউট হন বিজয়। ক্রিজে এখন আছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের রান ছিল ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩ রান। ভ’য়ডরহী’ন ক্রিকেটের কোনো নমুনা এ

পর্যন্ত দেখা যায়নি বাংলাদেশের তরফ থেকে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *