ছ’ক্কা মেরে ৭ বছর পর হাফ সেঞ্চুরি করলেন বিজয়

হ’তাশাজনক টি-টোয়েন্টি সিরিজ শেষ করে পছন্দের ওয়ানডে ফরম্যাটে মাঠে নেমেছে বাংলাদেশ। হা’রারাতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করছে টা’ইগাররা। সংক্ষিপ্ত স্কোর- বাংলাদেশ- ২২৯/১ (৪২.১ ওভার) (মুশফিক ২৩*, বিজয় ৫১*)

ছক্কা মেরে ৭ বছর পর হাফ সেঞ্চুরি করলেন বিজয়- ওয়ানডেতে প্রায় ৭ বছর পর হাফ সেঞ্চুরির দেখা পেলেন এনামুল হক

বিজয়। আর ইনিংসের হিসেবে ১২ ইনিংস পর। ওয়ানডেতে বিজয় সর্বশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন মিরপুরে ২০১৪ সালের ২৬

নভেম্বর। সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল এই জিম্বাবুয়ে। স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লিটন- সিকান্দার রাজার করা ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বল সফট হ্যান্ডে অন সাইডে খেলে এক রান নেন লিটন। রানিং শেষ করেই হ্যামস্টিংয়ের চোটে মাটিতে শুয়ে

পড়েন তিনি। এ্ররপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয় এই ওপেনারকে। এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে বিস্তারিত কিছু না জানালেও তার চো’ট গু’রু’ত্বর হওয়ার সম্ভাবনা আছে। হাফ সেঞ্চুরির পর ছন্দ খুঁজে পেলেন লিটন- শুরুটা রয়ে সয়ে করলেও

সময়ের সাথে সাথে আরও পরিণত ব্যাটিং করতে শুরু করেন লিটন। দেখেশুনে খেলে ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটার। হাফ সেঞ্চুরির পর ওয়েলিংটন মাসাকাদজার একই ওভারে টানা তিনটি চার হাঁকান তিনি। ৮ হাজারি ক্লাবে

প্রবেশ করে প্যাভিলিয়নে তামিম- তামিম হাফ সেঞ্চুরি করার একটু পরই দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ। ২৩.১ ওভারে শত

রান আসে তাদের। হাফ সেঞ্চুরির পর টানা দুটি ওভারে দুটি চার মারেন তামিম। কিন্তু মাঝের সময়টায় অনেক বেশি ডট বল

খেলে ফেলায় রান তোলার চা’পে প’ড়ে যান তামিম। এই সুযোগে তামিমকে বিদায় করেন সিকান্দার রাজা। শর্ট থার্ড ম্যান অঞ্চলে

কালাকে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম। ৮৮ বলে ৯টি চারে ৬২ করেন তামিম। বাঁহাতি ওপেনার ৮ হাজারি ক্লাবে প্রবেশ করেই ফিরে গেছেন।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *