টসে জিতে ব্যাটিংয়ে টাইগ্রেসরা

আবুধাবিতে আজ থেকে শুরু হয়েছে নারীদের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আসরের প্রথম দিনে

আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার

দলপতি নিগার সুলতানা জ্যোতি। বাছাই পর্বে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ছাড়াও গ্রুপে বাংলাদেশের অন্য দুই

প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত টি২০ ম্যাচে দুই দলের ১০ মোকাবিলায় বাংলাদেশের মেয়েদের জয় ছয়টি, আইরিশরা

জিতেছে তিনটি, একটি ম্যাচ পরিত্যক্ত। তবে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ, সেটাও আবার ইউরোপে।

বাংলাদেশ ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড ও ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *