টি-টোয়েন্টিতে মুশফিকের বিকল্প নুরুল হাসান সোহান

বিগত দুই বছর ধরে মুশফিকুর রহিমের টি-টোয়েন্টি পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ বছরেরও বেশি সময় ধরে খেলছিলেন মুশফিকুর রহিম। গত বছর হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে উইকেট কিপিং ছেড়ে

দেন মুশফিক। এরপর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের উইকেট কিপারের দায়িত্ব পান নুরুল হাসান সোহান। ইনজুরির কারণে এশিয়া কাপের দলে সোহান না থাকায় আবারো দলের সুযোগ পান মুশফিক। তবে এশিয়া কাপ থেকে দেশে ফিরে টি-টোয়েন্টি

ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তাই মুশফিকুর রহিমের জায়গায় নুরুল হাসান সোহানকে দেখছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজ শনিবার মিরপুর শের-ই-বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুল বলেন,

“(মুশফিকের বিদায়ে) ডেফিনেটলি বড় গ্যাপ তৈরি হয়েছে। মুশফিকের গ্যাপ পূরণ অতটা সহজ হবে না। কারণ বিগত বছরগুলোতে মুশফিক বাংলাদেশ দলে অনেক অবদান রেখে এসেছে। মুশফিক এই (টি-টোয়েন্টি) ফরম্যাট থেকে সরে গেছে,

সোহান ফিরে এসেছে। সোহান সম্ভবত মুশফিকের জায়গা নেবে।” জিম্বাবুয়ে সিরিজের ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে পারেননি নুরুল হাসান সোহান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারো দলের ফিরছেন তিনি। ইতিমধ্যেই মিরপুরে

ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে দিয়েছেন নুরুল হাসান সোহান। সবকিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রাখতে দেখা যাবে নুরুল হাসান।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *