টি-টোয়েন্টির জন্য ৫ জন পাওয়ার হিটিং ব্যাটসম্যান তৈরি করতে চায় বিসিবি

ক্রিকেট বিশ্বে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট এখন এক প্রকার শেষের দিকে রয়েছে। তবে টি-টোয়েন্টির ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আরো অনেক। সেদিক দিয়ে পি;ছিয়ে পড়ছে বাংলাদেশের

টি-টোয়েন্টি ক্রিকেট। সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ছাড়া বর্তমানে বাংলাদেশের জাতীয় দলে নেই ভালো মানের কোন টি-টোয়েন্টি ক্রিকেটার। যেটা নিয়ে বড় ধরনের চিন্তার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ

এবং জিম্বাবুয়ের মতো দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ হা;রের পর নানা কথা হচ্ছে চারিদিকে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আলাদা ক্রিকেটার তৈরি করার পরিকল্পনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।

টি-টোয়েন্টির চাহিদা পূরণে নতুন খেলোয়াড় তুলে আনার পাশাপাশি খেলোয়াড়দের পাওয়ার হিটিংয়ে অভ্যস্ত করে তুলতে প’রিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি। তিনি বলেন, “আমরা স্বীকার করে নিয়েছি টি-টোয়েন্টিতে আমরা ভালো না। এটা স্বীকার করে

নিয়েছি বলেউই তো দলে কিছু রদবদল করেছি। এটা ভালোর জন্যই করা, ইতিবাচক ভাবনা থেকে। আমাদের পরিকল্পনা অনুযায়ীই বাস্তবায়ন করতে চেয়েছিলাম। হয়তো যাদের নিয়ে চিন্তা করেছি ওরা ওরকম ফলাফল এনে দিতে পারেনি। আমরা

কিন্তু হ’তাশ না। আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াব।” জালাল ইউনুস বলেন, “ওদের আরও আপ-টু-ডেট করতে হবে। বেশি করে

প্র্যাকটিস করাতে হবে। জিম্বাবুয়ের খেলোয়াড়দের দেখুন কীভাবে টি-টোয়েন্টি খেলছে, অনেক আক্রমণাত্মক ছিল। আমরা চাই

আমাদের দলে অন্তত ৫ জন পাওয়ার হিটিং খেলোয়াড় থাকবে যারা পাওয়ারফুল শট খেলতে পারে। হু’ট করে অবশ্য একজনকে

এমন বানাতে পারবেন না। যাদের মধ্যে আগে থেকেই এমন শট খেলার প্রবণতা আছে, তাদের আরও ট্রেইনিং দিয়ে ওই পর্যায়ের খেলোয়াড় বানানো হবে।”

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *