টি-টোয়েন্টিতে ‘অন্যরকম’ সেঞ্চুরির পথে সাকিব
টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতে চলেছেন সাকিব। কি, শিরোনাম দেখে হকচকিয়ে গিয়েছেন? যাবারই কথা। আসন্ন এশিয়া কাপে
সেঞ্চুরি করতে চলেছেন সাকিব আল হাসান, তবে সেটা ব্যাট হাতে নয় ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের সেঞ্চুরির পথে
সাকিব’। আর একটি মাত্র ম্যাচ খেলে ১০০ টি ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন সাকিব। ৯৯ টি ম্যাচের ক্যারিয়ার নিয়ে এশিয়া
কাপ খেলতে যাচ্ছেন সাকিব। আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে
বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই এটিই হবে সাকিবের ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচ। শুধু সাকিব আল হাসান নয়, এশিয়া
কাপের মধ্য দিয়ে ম্যাচের সেঞ্চুরি করবেন বিরাট কোহলিও। সাকিবের মত কোহলির ম্যাচ সংখ্যা ৯৯। এশিয়া কাপের সুপার
ফোরে উঠলে এই তালিকায় যোগ দিবে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী, ৯৬ ম্যাচ নিয়ে নবী যাবেন এশিয়া কাপে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই পর্যন্ত ১৩ জন ক্রিকেটার শতাধিক ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশেরও আছে দুজন; মাহমুদউল্লাহ (১১৯) ও মুশফিকুর রহিম (১০০)।