টি-টোয়েন্টিতে সফলতার উপায় খুঁজছেন ডমিঙ্গো
ওয়ানডে ক্রিকেটে ভালো দল হয়ে উঠলেও এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সাফল্য খুঁজে পায়নি বাংলাদেশ। ধারাবাহিক ব্যর্থতার পরও রাসেল ডমিঙ্গো মনে করেন, ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের উন্নতি হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেরে উঠতে না পারার জন্য দুই দলের ক্রিকেটারদের শারীরিক আকৃতি ও শক্তিকে ঢাল বানিয়েছেন ডমিঙ্গো।
দ্বিতীয় ওয়ানডেতে শেষে টিভিতে ধারাভাষ্যকার ইয়ান বিপশের সঙ্গে আলাপকালে ডমিঙ্গো বলেন,”টি-টোয়েন্টি ক্রিকেটে যদিও ফল পক্ষে আসেনি, তবে আমাদের উন্নতি হচ্ছে। দুটি ম্যাচে ১৬০ রান স্পর্শ করেছি আমরা, এই জায়গাটায় আমরা উন্নতির চেষ্টা করছি। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ব্যাটিংয়ের ধরন নিয়ে কাজ করছি আমরা। এটা মহাকাশ বিজ্ঞান নয় যে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা শারীরিক আকৃতিতে আমাদের চেয়ে বড়। ওরা বল পাঠায় স্টেডিয়ামের ছাদে, আমরা কোনোরকমে সীমানা পার করি। শক্তি তাই একটি বড় ব্যাপার।”
শারীরিক আকৃতিতে ও শক্তিতে পিছিয়ে থাকায় টি-টোয়েন্টিতে ভালো করতে ভিন্ন পথে হাঁটছেন ডমিঙ্গো। চার ছক্কা মেরে দ্রুত রান তুলতে না পারায় ক্রিকেটারদের গ্যাপ দিয়ে রান বের করার পরামর্শ দিয়েছেন ডমিঙ্গো।
তিনি বলেন,”রান করার ভিন্ন পথ খুঁজতে হবে আমাদের। লিটন দাসের মতো ক্রিকেটাররা হয়তো বিগ হিটার নয়, তবে ফাঁকা জায়গা বল পাঠানোর স্কিল তো আছে। (মাহমুদউল্লাহ) রিয়াদ এক্সট্রা কাভারের ওপর দিয়ে বল পাঠাতে পারে। এই জায়গাগুলোয় আমরা উন্নতি করতে পারি আরও। গ্যাপে বল পাঠানো নিয়ে অনেক কাজ করছি আমরা। আমরা বল মেরে খুব বেশি দূরে পাঠাতে পারি না, কারণ জাতিগতভাবেই আমরা ছোটখাটো।”