ডমিঙ্গো বাদ, শ্রীরাম পেলেন নতুন দায়িত্ব

গত ২৪ ঘণ্টা ধরে চলমান জল্পনার অবসান হতে হতেও হলো না। আটকে রইল ২২ আগস্ট পর্যন্ত। শোনা যাচ্ছিল, জাতীয় টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন ভারতের শ্রীধরন শ্রীরাম। কিন্তু না, আজ দুপুরে রীতিমতো সংবাদ সম্মেলন

করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, শ্রীরামকে বাংলাদেশ দলের ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে টি-টোয়েন্টির প্রধান কোচ কে হবেন- তা এখনও অনিশ্চিত। অস্ট্রেলিয়া প্রবাসী স্পিন বোলিং অল-রাউন্ডার

শ্রীরাম দীর্ঘদিন অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। তার নিয়োগ নিয়ে আজ শুক্রবার দুপুরে গুলশানে নাজমুল হাসান পাপন বলেন, ‘শ্রীরামকে আমরা শর্টলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা

আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ‘ শ্রীরাম ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত

৮টি ওয়ানডে খেলেছেন। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের কোচ ছিলেন। মূলতঃ আইপিএলের জন্যই নাকি তিনি অস্ট্রেলিয়া দলের চাকরি ছেড়েছেন। তাকে নিয়োগ দেওয়ার কারণ সম্পর্কে পাপন বলেন, ‘কতগুলো

বিবেচনায় তাকে আনা হয়েছে। যেহেতু আইপিএলের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম যার সঙ্গে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, অভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা অস্ট্রেলিয়ায়, সে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছে। এই

দুটি কারণে তাকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি। ‘ চলতি মাসের ২৭ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ থকেই বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করবেন শ্রীরাম। কিন্তু এশিয়া কাপে প্রধান কোচের দায়িত্বে কে থাকছেন

সেটি এখনো পরিস্কার নয়। রাসেল ডমিঙ্গো থাকছেন নাকি বাদ পড়ছেন?

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *