ডাইরেক্ট সেলস অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, পদ সংখ্যা ৫০

ডাইরেক্ট সেলস অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, পদ সংখ্যা ৫০

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বাংলাদেশের সদ্য অনুমতিপ্রাপ্ত একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে “ডাইরেক্ট সেলস অফিসার [কনকোয়েস্ট লিমিটেড (বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকস আউটসোর্সড রিক্রুটিং এজেন্সী)]” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাইরেক্ট সেলস অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড :::::: পদের নাম: ডাইরেক্ট সেলস অফিসার :::::: পদসংখ্যা: ৫০টি। :::::: শিক্ষাগত যোগ্যতা: :::::: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি ধারীরা আবেদন করতে পারবেন। :::::: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। অভিজ্ঞতা: ট্রেইনি ডাইরেক্ট সেলস অফিসার (G1) এর অভিজ্ঞতার প্রয়োজন নেই। চাকরির ধরন: ফুল টাইম ও চুক্তিভিত্তিক। কর্মক্ষেত্র: অফিস ও ফিল্ড। অন্যান্য শর্তাবলী: ডাইরেক্ট সেলস এ ক্যারিয়ার ডেভেলপের ইচ্ছা থাকা। ভাল যোগাযোগ এবং উপস্থাপনা দক্ষতা থাকা। চমৎকার আলোচনা এবং সরাসরি বিক্রয় দক্ষতা থাকা। শারীরিক সুস্থতা এবং মাঠ পর্যায়ে কাজ করার ইচ্ছা থাকা। উদ্যমী, আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং লক্ষ্য ভিত্তিক হওয়া। সরাসরি বিক্রয় অভিজ্ঞতা একটি অতিরিক্ত সুবিধা হিসাবে বিবেচিত হবে।

কর্মস্থল:বাংলাদেশের যেকোন স্থানে। বেতন-ভাতা: মোট মাসিক বেতন ১২,০০০ টাকা – ২৪,০০০ টাকা (অভিজ্ঞতার ভিত্তিতে)। পারফরম্যান্সের ভিত্তিতে সেলস কমিশন। দুটি উৎসব বোনাস। ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া:  শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। মনে রাখবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান।  যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে। সরাসরি আবেদন করতে নিচের অনলাইনে আবেদন ক্লিক করুন। অনলাইনে আবেদন    আপনি যদি আত্মবিশ্বাসী হন তাহলে ছবিসহ আপনার সিভি নিচের ঠিকানায় পাঠিয়ে দিন: কনকোয়েস্ট লিমিটেড, ১৫২/৪ গ্রীন রোড, (পান্থপথ সিগন্যাল ও গ্রীন রোড জামে মসজিদ সংলগ্ন), ঢাকা-১২০৫। অনুসন্ধান: 0195863031, 019583032 ইমেইলঃ jobs.conquest@gmail.com -এ আপনার সিভি পাঠিয়ে দিন। আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩। সোর্স: বিডি জবস।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *