ডিপ্লোমা পাসেই চাকরি, বেতন ১৫ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। :::::::: পদের নাম :::::::: কল সেন্টার এক্সিকিউটিভ। :::::::: পদসংখ্যা :::::::: মোট ১০ জন। :::::::: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :::::::: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা পাস অথবা যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কল সেন্টার সুপারভিশন, ম্যানেজমেন্ট, কাস্টমার সাপোর্টের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ইন্টারপারসোনাল, বিশ্লেষণ করার সক্ষমতা, সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ২২ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। কর্মস্থল :::::::: ঢাকা। :::::::: বেতন :::::::: ১৫৫০০/-টাকা। সঙ্গে মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, প্রফিট শেয়ার ইন্স্যুরেন্স, উৎসব ভাতা বছরে দুই বার প্রদান করা। :::::::: আবেদন প্রক্রিয়া :::::::: প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন। :::::::: আবেদনের শেষ তারিখ :::::::: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩। :::::::: সূত্র : বিডিজবস