তামিমের অর্ধশতক, বাংলাদেশের ১০০

শর্ট লেংথের বলে তুলে মারতে গিয়ে টপ-এজড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ধরা পড়েছেন ইনোসেন্ট কাইয়ার হাতে। ৮৮ বলে ৬২ রান করে ফিরেছেন তামিম, বাংলাদেশ প্রথম উইকেট হা’রিয়েছে ১১৯ রানে। জিম্বাবুয়ে পেল প্রথম উইকেটের দেখা।

ব্রেক থ্রু এনে দেয়া বোলার সিকান্দার রাজা। নতুন ব্যাটসম্যান এনামুল হক। বাংলাদেশ ৩০ ওভারে ১৪৪/১ তামিমের অর্ধশতক, বাংলাদেশের ১০০ ৪৮ রানে দাঁড়িয়ে ৯টি ডট বল খেলেছেন তামিম। ২২তম ওভারে প্রথমবারের মতো আসা সিকান্দার রাজার

বলে সিঙ্গেল নিয়ে সে খরা কা’টিয়েছেন তিনি। পরের ওভারে মিল্টন শুম্বাকে স্কুপ করে ডাবলস নিয়ে ক্যারিয়ারের ৫৪তম অর্ধশতক পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। মাইলফলকে যেতে তাঁর লাগল ৭৯ বল। পরের ওভারে ১০০ ছুঁ’য়ে ফেলেছে

বাংলাদেশ, কোনো উইকেট না হারিয়ে। তামিম-লিটনের ৫০ রানের জুটি প্রথম ১০-১৫ ওভার দেখে খেলার যে পরিকল্পনার কথা বলেছিলেন তামিম ইকাল, ব্যাটিংয়েও দেখা যাচ্ছে সেটিরই প্রতিফলন। তামিম ও লিটন দাস সাবধানী ব্যাটিংয়ে পার করে

দিয়েছেন প্রথম ১০ ওভার গড়েছেন ৫০ রানের জুটি। কোনো ঝুঁ’কি নেননি দুজনের কেউই। টা’ইগারদের এখন পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে ৫৬ রান। জিম্বাবুয়ের পেসাররাও দিচ্ছেন দারুণ ডেলিভারি। বাংলাদেশের দুই ওপেনারকে অস্বস্তিতে ফেলেছেন কয়েক দ’ফায়। তবে যথেষ্ট ধারাবাহিক তারা হতে পারেননি। তাই যথেষ্ট চাপ তৈরি করা যায়নি। কিছু আলগা বলও করেছেন। সেটির

ফায়দা নিয়েছেন ব্যাটসম্যানরা, বিশেস করে তামিম। প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ টি-টোয়েন্টির ব্যর্থ মিশনের পর জিম্বাবুয়ের বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। পছন্দের ফরম্যাটে প্র’তিশো’ধ নিতে মুখিয়ে টাইগার টিম। নিজস্ব কন্ডিশনে বি’পজ্জ’নক জিস্বাবুয়েকে নিয়ে স’ত’র্ক অধিনায়ক তামিম ইকবাল। এখন পর্যন্ত

সংগ্রহ বিনা উইকেটে ৩২ রান। তামিমের সাথে ইনিংস ওপেন করতে নেমেছেন লিটন দাস। একাদশে ফিরেছেন উইন্ডিজ সিরিজ মিস করা মুশফিক। তিন পেসারের সাথে এক স্পিনার রাখা হয়েছে প্রথম ওয়ানডেতে। অলরাউন্ডার সাকিবের অ’ভাব পূরণের ভ’রসা রাখা হচ্ছে মোসাদ্দেক সৈকতের উপর। অন্যদিকে দুই অভিজ্ঞ ক্রেগ আরভিন ও শন উইলিয়ামসকে মিস করবে

স্বাগতিকেরা। ২০১৩ এর পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে হারেনি বাংলাদেশ, জিতেছে টানা ১৯ ম্যাচ। শেভরনসের বি’রুদ্ধে অপরাজেয় ট্যাগ ধরে রাখার চ্যালেঞ্জ, ফেবারিট হলেও স’তর্ক অধিনায়ক তামিম। ওডিআই অধিনায়ক তামিম ইকবালের আশা, যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। তিনি বলেন, দুই দলের শ’ক্তি বিচার করলে আমরাই এগিয়ে। তবে

ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে তো জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বি’পজ্জ’নক দল। সাউথ আফ্রিকার পর উইন্ডিজে সিরিজ জয়, এই ফরম্যাটে উড়ছে বাংলাদেশ। তামিমের নেতৃত্বে সবশেষ সাত সিরিজের ছয়টায় ট্রফি টা’ইগা’রদের। দলীয় সমন্বয়

সাফল্যের মূলমন্ত্র, সেই ধারাবাহিকতা রাখাই চ্যালেঞ্জ প্রতি মিশনে। ওডিআই অধিনায়কের ভাষায়, এতো দিন ধরে আমরা যেটা সঠিকভাবে করে এসেছি, সেটিই করতে হবে। আর যে জিনিসগুলো ঠিকঠাক করিনি, ভু’ল করেছি, সেগুলো ঠিক করতে হবে। মোটকথা, প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কঠিন প’রিস্থি’তিতেও আমরা যেন ভালো করতে পারি। জিম্বাবুয়ে ই’নজু’রি স’মস্যা’য় জ’র্জরিত। অধিনায়ক ক্রেইগ আরভিন আর অভিজ্ঞ শন উইলিয়ামের ছি’টকে যাওয়া ওদের জন্য বড় ধা”ক্কা।

এই সিরিজে নেতৃত্ব দেবেন রেগিস চাকাভা। যে দল আছে, তা নিয়েই বাংলাদেশের শ’ক্ত পরীক্ষা নিতে প্রস্তুত স্বাগতিকরা। জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক রেগিস চাকাভা বলেন, বাংলাদেশ এই ফরম্যাটে শ’ক্তি’শা’লী দল। ফরম্যাট ভিন্ন, টি-টোয়েন্টি

আর ওয়ানডে পুরোপুরি আলাদা। আমরা পজিটিভ ক্রিকেট খেলতে চাই। সবাই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে। সিরিজ শুরুর আগে স্পটলাইটে তামিম, ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলস্টোন স্পর্শের খুব কাছে ড্যাসিং ওপেনার। বাংলাদেশ একাদশ: তামিম

ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা

(অধিনায়ক), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ার্ন বার্ল, লুক জঙ্গুয়ে, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *