তিন ব্যাটসম্যান চার অলরাউন্ডার দেখেনিন আগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা ১১ সদস্যের একাদশ

২৭ তারিখ শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্য দিয়ে এশিয়া কাপের ১৫ তম আসর আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে। বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার ৩০ তারিখে।শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা

বাজে। এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটে প্রত্যাবর্তনের দেখা যাবে বলা চলে। সাকিব আল হাসানের নেতৃত্বে সমর্থকদের স্বপ্ন ঘুরে দাঁড়ানোর। সাম্প্রতিক সময়ে যে সংক্ষিপ্ত ফরমেটে বাংলাদেশের পরিসংখ্যান খুবই ভয়াবহ। এমনই

পরিস্থিতিতে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে আফগানদের বিপক্ষে। অবস্থান আফগানিস্তানের যেমনই হোক না কেন, অভিজ্ঞতার বিচারে যতটাই পিছে থাকুক না কেন, সংক্ষিপ্ত ফরমেটে বাংলাদেশের চেয়ে তারা বেশ এগিয়েই আছে। অন্তত

পরিসংখ্যান তো সেই কথাই বলছে। ২০১৪ সালে মিরপুরে ঘরের মাটিতে প্রথম বার মুখোমুখি হয় এই দুই দল, যেখানে জয়ী দলের নাম বাংলাদেশ। বলা যায় সে বাড়ই শেষ, এরপর থেকে আধিপত্য বিস্তার করে বাংলাদেশের সঙ্গে খেলেছে আফগানরাই। দুই দল

এখন পর্যন্ত মোট মাঠে নেমেছেন ৯ বার। যেখানে বাংলাদেশ শেষ হাসি হাসতে পেরেছে মাত্র তিনবার, পাঁচবার হেসেছে আফগানিস্তান। বাকি একটি ম্যাচ বৃষ্টির হাসির জন্য মাঠে গড়াতে পারেনি! পরিসংখ্যান যে তাই কথা বলছে আফগানিস্তানের

পক্ষে। আর বলা যায় এই ম্যাচেও ফেভারিট হিসেবে মাঠে নামবে তারা। তাদের বিপক্ষে নিজেদের সেরা একাদশ টি সাজাতে হবে

বাংলাদেশকে, এশিয়া কাপে জয় পেতে হলে ও শুভ সূচনা করতে হলে। কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ? নাঈম শেখ,

এনামুল হক বিজয়, সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ, মোসাদ্দেক হোসেন/ সাব্বির রহমান, মোহাম্মদ

সাইফুদ্দিন, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *