দুই ছক্কা মা’রা সেই ব্যাট ব;ন্যার্তদের সহায়তায় নিলামে তুলবেন নাসিম শাহ
আফগানিস্তানের বি’পক্ষে নাসিম শাহ’র ব্যাটে শেষ ওভারের রোমাঞ্চকর লড়াই জিতে নেয় পাকিস্তান। ফজল হক ফারুকির করা
শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছয় মেরে জয় নিশ্চিত করেন দশ নম্বর ব্যাটার নাসিম শাহ। অথচ ব্যাটটা নাসিমেরও ছিল না।
ওই মু’হুর্তে নন স্ট্রা’ইকে থাকা আরেক ব্যাটার মোহাম্মদ হাসনাইনের ব্যাট নিয়েই খেলতে নামেন নাসিম। সেই ব্যাট নাসিমকে
একেবারেই দিয়ে দিয়েছেন হাসনাইন। ঐতিহাসিক সেই ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন নাসিম। পাকিস্তান ক্রিকেট
বোর্ডের দেয়া এক ভিডিও বার্তায় হাসনাইন বলেন, আমি এই ব্যাটটি নাসিম শাহকে উপহার দিচ্ছি। এটা নিয়ে সে যা খুশি করবে
সেটা তার ব্যাপার। হাসনাইনের থেকে ব্যাট নিয়ে নাসিম শাহ বলেন, আমি এই ব্যাটটি নিলামের জন্য দিতে চাই এবং এই নিলাম থেকে পাওয়া অ’র্থ ব’ন্যার্তদের ফা’ন্ডে দেবো।