দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ দলে তিন দুঃসংবাদ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প’রাজয়কে আরও তেতো করে দেয়। এদের মধ্যে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটে লিটন দাস সিরিজ থেকেই ছি’টকে গেছেন। এর আগে আঙুলে ব্য’থা পেয়ে দল থেকে ছি’টকে যান

উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তার ব’দলি হিসেবে কোনো ক্রিকেটার পাঠানো হয়নি। যে কারণে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য খেলোয়াড় সংকট দেখা দিয়েছে বাংলাদেশ শিবিরে। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে উড়িয়ে নেওয়া হচ্ছে

ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম ও পেসার ইবাদত হোসেন। রোববারের ম্যাচে লিটনের জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে নাঈমকে এবং শরীফুলের জায়গায় পেস আক্রমণে থাকতে পারেন ইবাদত। আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় তারা জিম্বাবুয়ের

উদ্দেশ্যে উড়াল দেবেন। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, চোটজ’র্জর বাংলাদেশ দলে দুজনকেই বদলি হিসেবে ডেকে পাঠানো হয়েছে। প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বৃ’দ্ধাঙ্গু’লিতে আ’ঘাত পাওয়া মুশফিককে নিয়ে কোনো

ঝুঁ’কি নেই বলে জানিয়েছেনজাতীয় দলের ফিজিও মুজাদ্দেদ। সে হিসেবে রোববারের ম্যাচে মুশফিকের খেলা অনেকটা নিশ্চিত। তবে শরীফুলের বিষয়টি এখনও পর্যবেক্ষণে রয়েছে। তার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে ফিজিও

জানিয়েছেন, ‘ শরীফুল বোলিংয়ের সময় ব্যথা পেয়েছিলেন। তাৎক্ষণিক ব্যথা পাওয়ায় কিছুটা অবশ বোধ করছিল। আশা করছি, কাল শরীফুলের ব্যাপারে ভালো খবর দিতে পারব।’ রোববার দ্বিতীয় ওয়ানডেতে অন্তত দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে

বাংলাদেশ – এমনটাই বোঝা যাচ্ছে। রোববার হা’রাতেতে বাংলাদেশ সময় সোয়া একটায় স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে

বাংলাদেশ। একনজরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, এনামুল

হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *